নিরাপত্তার গাফিলতিতে কারণে আরও ১৩টি কোচিং সেন্টার সিল করে দিল দিল্লি প্রশাসন ৷ এই তালিকায় আছে আইএএস গুরুকুল, চাহাল অ্যাকাডেমি, প্লুটাস অ্যাকাডেমি এবং আরও বেশ কয়েকটি। এই সমস্ত কোচিং সেন্টারগুলি বেসমেন্টে তাদের শিক্ষা সংক্রান্ত কাজকর্ম চালাচ্ছিল ৷ পুরপ্রশাসনের সেগুলি নজরে আসার পরেই সিল করে দেওয়া হয়েছে কোচিং সেন্টারগুলি ৷ দিল্লিতে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে তিন পডুয়ার মৃ্ত্যুর ঘটনা সামনে আসতেই তৎপর হয় প্রশাসন ৷ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেসমেন্টগুলি পার্কিং এবং স্টোরেজের অনুমোদন ছিল ৷ সেই নিয়ম অমান্য করেই শিক্ষার কাজেও ব্যবহার করা হচ্ছিল বেসমেন্টগুলি ৷ নিয়ম ভাঙার কারণেই সিল করে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলি ৷ এপ্রসঙ্গেই এমসিডি-র অতিরিক্ত কমিশনার তারিক থমাস বলেন, “রাজেন্দ্র নগরের ঘটনার পর আমরা একাধিক কোচিং সেন্টারে পরিদর্শনে যাই ৷ দেখা যায়, সেগুলিও অবৈধভাবে চলছে ৷ বেসমেন্টটিকেও শিক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে ৷ সেই সমস্ত কোচিং সেন্টারগুলির বেসমেন্ট সিল করে দেওয়া হচ্ছে ৷ তবে রাজেন্দ্র নগরে ইউপিএসসি কোচিং জল ঢুকে তিন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার তদন্ত শুরু হয়েছে ৷ দোষীদের শাস্তি হবে ৷”
Related Posts
বিশ্বজুড়ে কাজ করছে না এক্স (টুইটার) হ্যান্ডেল, বড়সড় সাইবার হানার আশঙ্কা ইলন মাস্কের
বিশ্বজুড়ে কাজ করছে না এক্স হ্যান্ডেল (টুইটার) ৷ মঙ্গলবার গভীর রাত থেকে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা ৷ তাঁরা এক্স হ্যান্ডেলটি রিফ্রেশ করতে পারছেন না ৷ একই সঙ্গে নতুন কোনও পোস্টও লোড করা যাচ্ছে ইলন মাস্কের এক্সে ৷ এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন ৷ সেই […]
পঞ্চম দফায় দেশে ভোট পড়ল মাত্র ৫৭.৪৭ শতাংশ, বাংলার ৭ কেন্দ্রে ভোটের হার ৭৩ শতাংশ
শেষ হল লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রে এদিন ছিল ভোটগ্রহণ ৷ কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোটদানের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ পূর্বের রাজ্যটিতে ভোট পড়েছে ৭৩.০০% ৷ পঞ্চম দফায় নজর ছিল মুম্বইয়ে ৷ শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ সেখানে ভোট দিলেন প্রথমসারির প্রায় সকল তারকাই ৷ তবু ভোটদানের নিরিখে পিছিয়ে […]
ভোটের আগে রামলালার দর্শন করলেন প্রধানমন্ত্রী মোদির
লোকসভা নির্বাচনের প্রাচারের মধ্যেই আজ রামনগরী ‘অযোধ্যা’ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে তিনি প্রথমে রামলালাকে দেখেন এবং তারপর তাঁকে প্রণাম করেন। ভগবান শ্রী রামের দর্শন এবং পূজার পরে, এখন প্রধানমন্ত্রী মোদি একটি রোড শো করছেন, সেই সময় ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও তাঁর রথে চড়তে দেখা গেছে।