লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের ফলাফল আগের থেকে ভালো হলেও তারা কেন্দ্রে সরকারে আসতে পারেনি। তবে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলকে। সূত্রের খবর, সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের তরফ থেকে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ। যত সময় যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের গুরুত্ব যে বিরোধী জোটে যথেষ্টই বেড়েছে তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই মুহূর্তে ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে ফৈজাবাদের সাংসদ অবদেশ প্রসাদের নাম শোনা যাচ্ছে। অযোধ্যা এই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। আর সেই কেন্দ্রের সমাজবাদী পার্টির সাংসদকেই ডেপুটি স্পিকার পদে প্রার্থী হওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি স্পিকার পদে অবদেশ প্রসাদের নাম উঠে আসায় যথেষ্ট অস্বস্তিতে বিজেপিও। কারণ, হিসেবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, লোকসভা নির্বাচনে রাম মন্দিরকে প্রচারের অন্যতম হাতিয়ার করেছিল গেরুয়া শিবির। কিন্তু ফলাফলের পর দেখা যায় সেই ‘রাম জন্মভূমি’তেই হেরে গিয়েছে বিজেপি। এবার সেই অযোধ্যা তথা ফৈজাবাদের সাংসদকেই ডেপুটি স্পিকার করা হলে বিজেপির জন্য তা যথেষ্টই অস্বস্তির কারণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাৎপর্যপূর্ণ বিষয়, লোকসভার উপাধ্যক্ষ হিসেবে অবদেশ প্রসাদের নাম সুপারিশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ডেপুটি স্পিকার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি এবং অখিলেশ যাদবের মধ্যে কথা হয়। সেখানেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের তরফ থেকে ডেপুটি স্পিকার পদে কাউকে দাঁড় করাতে চাইছে না দল। সে ক্ষেত্রে ঠিক হয় ডেপুটি স্পিকার পদে ইন্ডিয়া জোটের প্রার্থী হবেন অবদেশ প্রসাদ। নির্দিষ্ট সূত্র থেকে জানা গিয়েছে, আলোচনার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে তিনি এই পরামর্শ দিয়েছেন বলে সূত্রের খবর।
Related Posts
রাজ্য সরকারকে না জানিয়ে বাংলার জল বিক্রি করে দিলে আন্দোলন হবে, প্রধানমন্ত্রীকে কড়া চিঠি মুখ্যমন্ত্রীর
বাংলার মানুষকে বঞ্চনা করে, বাংলাকে বঞ্চনা করে কোনওরকম পদক্ষেপ হলে তার তীব্র বিরোধিতা করা হবে- একথা আগেও বহুবার বলেছেন এবার ফের তার পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার নবান্ন সভাঘরে গঙ্গার জল নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যেভাবে বাংলাকে অন্ধকারে রেখে একতরফা কেন্দ্রীয় সরকার চুক্তির দিকে এগিয়েছে তাতে ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন […]
প্রতি ১০০টি ধর্ষণে ৭৪ জন অভিযুক্ত শাস্তিই পায় না! ধর্ষণবিরোধী আইনের পক্ষে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে ৯ অগস্ট। তার পর থেকে ১৫ দিনে দেশে যে সমস্ত ধর্ষণের ঘটনা সংবাদমাধ্যমের নজরে এসেছে, তার একটি ‘কোলাজ’ তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লিখলেন, গোটা দেশ ধর্ষণের বিচার চেয়ে আন্দোলন করছে। অথচ, এই কোলাজটিই বলে দিচ্ছে এই মুহূর্তে ভারতের পরিস্থিতি আসলে কী রকম? দেশে এই মুহূর্তে ধর্ষণবিরোধী […]
জুনিয়র ডাক্তারদের রাতে এক ঘণ্টা আলো নেভানোর কর্মসূচি সমর্থন গেরুয়া শিবিরের, প্রচার শুরু করল বঙ্গ বিজেপি
বুধবার রাতে সব বাড়িতে এক ঘণ্টা (রাত ৯টা থেকে ১০টা) আলো বন্ধ রেখে প্রতিবাদের যে ডাক জুনিয়র ডাক্তারেরা দিয়েছেন, তাকে সমর্থন করতে দলীয় প্রতীক ছাড়াই প্রচারে নামল রাজ্য বিজেপি। যা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, তাঁদের প্রতিবাদের সঙ্গে কেউ যদি একাত্ম বোধ করেন, তা হলে তাঁদের তাতে আপত্তি নেই। বেশ কয়েকদিন আগে থেকেই ৪ সেপ্টেম্বর, বুধবার […]