গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে এবার খুনের মামলা

পদত্যাগী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের মামলা। মঙ্গলবার, ১৩ অগাস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন। ৭ জনের বিরুদ্ধে দায়ের করা এই মামলা মোহাম্মদপুর থানাকে এফআইআর (FIR) হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এইদিন সকালে আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই হত্যা মামলার আবেদন করেন। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এই বিষয়ে পরে নির্দেশ দেন। মামলার আরজিতে বলা হয়, সম্প্রতি কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভানেত্রী ও সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয়েছে। গত ১৮ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলন গতি পায়। ছাত্র-জনতার এই আন্দোলনকে দমানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার দমনপীড়ন শুরু করে। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে পুলিশ বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালায়। প্রসঙ্গত, গত ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা ৪০ ফিট চৌরাস্তায় কোটা আন্দোলনের সমর্থনে বেরনো মিছিলে পুলিস নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। সেই সময় মোহাম্মদপুর বসিলা ৪০ ফিট চৌরাস্তায় মুদি দোকানদার আবু সায়েদ (৪৫), পিতা-অজ্ঞাত, রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিসের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। আরজিতে আরও বলা হয়, এ বিষয়ে কোনো মামলা হয়নি। যেহেতু সুদূর পঞ্চগড়ে নিহত আবু সায়েদের গ্রামের বাড়ি এবং তাঁর পরিবার অত্যন্ত গরিব। তাঁরা আইনের আশ্রয় নিতে পারছেন না। সেই কারণে সচেতন নাগরিক হিসেবে আবু সায়েদের হত্যার বিচার দাবি করে এ মামলা দায়ের করলেন এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি।

error: Content is protected !!