যুদ্ধক্ষেত্রে আহত জওয়ানদের কিভাবে তড়িঘড়ি চিকিৎসা করা যায় তা নিয়ে গবেষণা করতেই খোলা হয়েছে এই মেডিসিন ইন্সটিটিউটটি। লখনউয়ের আর্মি মেডিক্যাল কর্পস সেন্টার অ্যান্ড কলেজে খোলা হয়েছে এই মেডিসিন ইন্সটিটিউট। লেফটেন্যান্ট জেনারেল এবং ডিরেক্টর জেনারেল আর্মড ফোর্স মেডিক্যাল সার্ভিসেস দিলজিত সিং জানিয়েছেন, যুদ্ধে হতাহত হলে প্রথম গোল্ডেন আওয়ারে জাওয়ানকে উদ্ধার করা গুরুত্বপূর্ণ এবং উদ্ধার করে তার কিভাবে চিকিৎসা করা যায় তা নিয়েই গবেষণা করবে মিলিটারি মেডিসিন ইন্সটিটিউট । রাশিয়া- ইউক্রেন হোক বা ইজরায়েল-হামাসের যুদ্ধ তা থেকে শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ওপরে জোর দিয়ে জওয়ানদের যুদ্ধক্ষেত্রে উন্নতমানের চিকিৎসা প্রদান করাই লক্ষ্য নতুন মিলিটারি মেডিসিন ইন্সটিটিউটের। ভারতীয় জওয়ানদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে যুদ্ধক্ষেত্রে আহত হলে নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারবে। বর্তমানে ৯৯টি ফিল্ড হাসপাতাল রয়েছে। ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়ার আগে কিভাবে চিকিৎসা করা সম্ভব সেদিকেও গবেষণা চালাবে নবনির্মিত মিলিটারি মেডিসিন ইন্সটিটিউট।
Related Posts
‘সকলের কল্যাণ করা হোক, এক্ষেত্রে কারও জাতপাত বিবেচনা করার প্রয়োজন নেই’, জাতভিত্তিক সেন্সাস নিয়ে ফের বেসুরো গড়করি
এনডিএ-র অন্দরেই জাতভিত্তিক জনগণনা নিয়ে দ্বিমত রয়েছে৷ এনডিএ-র শরিক দলগুলির কয়েকটি চায় না, জাতভিত্তিক জনগণনা করা হোক৷ কয়েকটি দলের বক্তব্য, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা ঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখার জন্য অবশ্যই জাতভিত্তিক জনগণনা প্রয়োজন৷ এই দ্বিমতের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি৷ শনিবার মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত অনুষ্ঠানে গড়করি স্পষ্ট জানিয়েছেন, সকলের […]
আগামী ৫দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
আগামী ৫ দিন পূর্ব এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ।এছাড়াও ওড়িশা উপকূল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় অঞ্চল পশ্চিমবঙ্গ, সিকিম এবং কর্ণাটকের অভ্যন্তরে তীব্র তাপপ্রবাহ জনিত পরিস্থিতি বজায় থাকবে বলেও জানিয়েছে তারা। তবে কিছুটা স্বস্তি উত্তর পূর্বে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম ও মনিপুরে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও বজ্রবিদ্যুৎ […]