হাসপাতালে ভর্তি টালা থানার ওসি, তাঁর জায়গায় নতুন ওসি বসাল লালবাজার

অসুস্থতার দাবি করে হাসপাতালে ভর্তি হয়েছেন ওসি। পরিস্থিতি সামাল দিতে রাতারাতি টালা থানায় নতুন ওসি নিয়োগ করল লালবাজার। টালা থানার অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্ত। শুক্রবার দায়িত্ব বুঝে নেবেন তিনি। আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে টালা থানার ভূমিকা। অভিযোগ পেয়েও পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে।   সম্প্রতি আদালতের নির্দেশে আরজি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তেও শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার প্যানিক এট্যাকের ফলে শহরের একের পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান প্রাক্তন ওসি। দমদম থেকে ইএম বাইপাস, কোনও বেসরকারি হাসপাতাল ভর্তি নেননি তাকে। রাত ৯টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর প্যানিক এট্যাক ও ডিহাইড্রেশনের উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই মলয় দত্তকে টালা থানার দায়িত্ব দেয় লালবাজার। লাগোয়া শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসির দায়িত্বে রয়েছেন তিনি। শুক্রবার মলয় দত্ত দায়িত্ব বুঝে নেবেন বলেই খবর।

error: Content is protected !!