অসুস্থতার দাবি করে হাসপাতালে ভর্তি হয়েছেন ওসি। পরিস্থিতি সামাল দিতে রাতারাতি টালা থানায় নতুন ওসি নিয়োগ করল লালবাজার। টালা থানার অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি মলয় দত্ত। শুক্রবার দায়িত্ব বুঝে নেবেন তিনি। আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে টালা থানার ভূমিকা। অভিযোগ পেয়েও পদক্ষেপ না করার অভিযোগ উঠেছে ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। সম্প্রতি আদালতের নির্দেশে আরজি কর মেডিক্যালে দুর্নীতির তদন্তেও শুরু করেছে সিবিআই। বৃহস্পতিবার প্যানিক এট্যাকের ফলে শহরের একের পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হতে চান প্রাক্তন ওসি। দমদম থেকে ইএম বাইপাস, কোনও বেসরকারি হাসপাতাল ভর্তি নেননি তাকে। রাত ৯টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁর প্যানিক এট্যাক ও ডিহাইড্রেশনের উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যেই মলয় দত্তকে টালা থানার দায়িত্ব দেয় লালবাজার। লাগোয়া শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসির দায়িত্বে রয়েছেন তিনি। শুক্রবার মলয় দত্ত দায়িত্ব বুঝে নেবেন বলেই খবর।
Related Posts
বাড়িতে পড়ে গিয়ে চোট পেলেন মুকুল রায়, ভর্তি হাসপাতালে
গুরুতর অসুস্থ মুকুল রায়৷ বুধবার রাতেই তড়িঘড়ি কলকাতার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সূত্রের খবর, সম্ভবত বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন মুকুল৷ এমনিতেই দীর্ঘদিন ধরে অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল৷ কার্যত গৃহবন্দি অবস্থাতেই ছিলেন তিনি৷ এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে সমস্যা তৈরি হল৷ গত এপ্রিল মাসেও মুকুল রায়কে এই […]
অরাজনৈতিক ছাত্রসমাজের নবান্ন অভিযানের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং! ধৃতদের আইনি এবং আর্থিক সাহায্যের আশ্বাস শুভেন্দুর
সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে শুধুমাত্র ছাত্রছাত্রীরা নবান্ন অভিযান করবেন মঙ্গলবার। সামনে অন্তত কোনও রাজনৈতিক দলের কোনও নেতা থাকবেন না। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে একাধিকবার একথা বলেছে ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে সংগঠন। কিন্তু মঙ্গলবার মিছিল শুরু হতেই ছবি গেল বদলে। দেখা গেল, মিছিল শুরুর অন্যতম স্থান কলেজ স্কোয়ার থেকে জমায়েতের নেতৃত্বে বিজেপি নেতা অর্জুন সিং! অন্যদিকে, বিধানসভায় এসে […]
মধ্যরাতে আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ
আরজি কর হাসপাতালে বুধবার মধ্যরাতে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে কলকাতা পুলিশ। সূত্রের খবর, যারা গ্রেফতার হয়েছে তাদের প্রায় সবাই (DYFI) বামপন্থী পরিবারের সদস্য। হামলার সময় ভিডিও এবং ছবিতে DYFI এর পাতাকাও দেখা যাচ্ছে। ভাঙচুরের সময়কার ছবি দিয়ে কয়েকজনকে চিহ্নিত করে সমাজ মাধ্যমে শেয়ারও করেছে […]