ভূপতিনগরকাণ্ডে আপাতত স্বস্তি এনআই-এ অফিসারদের। ভূপতিনগর কাণ্ডে NIA অফিসারদের গ্রেফতার নয়৷ রক্ষাকবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। কেস নং ১৪০/২০২৪ ভূপতিনগর থানার তদন্ত চলবে । ভিডিও কনফারেন্সে NIA অফিসারদের জিজ্ঞাসাবাদে অনুমতি পুলিশকে। ৪৮ ঘন্টা আগে নোটিস দিয়ে জিজ্ঞাসাবাদে অনুমতি। জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি পেশের নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। ২ সপ্তাহ পর পরবর্তী শুনানি। ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর উপরে হামলার ঘটনার তদন্তের জন্য এনআইএ অফিসারদের তলব করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিযোগকারী অফিসার এবং আক্রমণের সময় আহত একজন অফিসারকে তদন্তের স্বার্থে CRPC এর ১৬০ ধারার অধীনে নোটিস দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। আহত অফিসারকে তাঁর চিকিৎসার কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। হামলার বিষয়ে তাঁদের বক্তব্য বয়ান আকারে রেকর্ড করবে পুলিশের তদন্তকারী কর্মকর্তারা।
Related Posts
এবার বিয়ের অনুষ্ঠানের আগেই মিলবে রূপশ্রীর ২৫ হাজার টাকা
রূপশ্রীর টাকা বিয়ের অনুষ্ঠানের পর পাওয়া যেত। এবার যাতে বিয়ের আগেই রূপশ্রীর টাকা হাতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ নামের এই প্রকল্পের আওতায় বিয়ের আগে ২৫ হাজার টাকা পেতে হলে আবেদন […]
আর জি কর কাণ্ডে ডিনার সঙ্গী ৪ ডাক্তারকে ফের তলব, লালবাজারে তলব চেস্ট বিভাগের প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট সুপারকেও
আর জি কর কাণ্ডের তদন্তে ফের ৪ ডাক্তারকে তলব। গতকালের অর্থাত্ সোমবারের পর আজ ফের ৪ জন ডাক্তারকে তলব। রাতে তরুণীর সঙ্গে ডিনার করেছিলেন ৪ জন। তলব চেস্ট বিভাগের প্রধান, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও। এছাড়া আরও কয়েকজনকে মঙ্গলবার ডেকেছে কলকাতা পুলিস আধিকারিকরা। যারা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা পোস্ট করেছিলেন। তার মধ্যে একজন আর জে আছেন। ঘটনার সংক্রান্ত বিষয়ে তাদের […]
রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
জটিলতা কাটিয়ে রাষ্ট্রপতির কাছে অপরাজিতা বিল পাঠাল রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার এক্স হ্যান্ডেলে রাজভবনের মিডিয়া সেলের তরফে এ কথা জানানো হয়েছে। এদিন অপরাজিতা বিল ২০২৪ সঙ্গে টেকনিক্যাল রিপোর্ট রাজ্য দেয়নি। এই অভিযোগ তুলে রাজ্য বিধানসভায় বিল পাশ এই বিল রাজভবনের তরফে এখনই ছাড়পত্র দেওয়া হবে না বলে সূত্র মারফত জানা যায়। রাজ্যপালের অভিযোগ, এই […]