নিপা ভাইরাসে মৃত্যু হল কেরালার মালাপ্পুরমে ২৪ বছর বয়সী এক ব্যক্তির। রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন নিপা ভাইরাস থেকেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। শনিবার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। জেলা মেডিকেল অফিসার অবিলম্বে নমুনা পাঠিয়েছেন কোঝিকোড় মেডিকেল কলেজে। তাতে এনসেফালাইটিস পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জরুরি বৈঠক ডেকে প্রোটোকল মেনে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জানা গিয়েছে, নমুনাগুলি পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল, যা নিপা সংক্রমণের বিষয়টিও নিশ্চিত করেছে। মৃত ব্যক্তি বেঙ্গালুরুতে একজন ছাত্র ছিলেন এবং বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৫১ জনকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি মোট চারটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে বন্ধুদের সঙ্গেই ভ্রমণ করেছিল সে। সব তথ্য জোগাড় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।
Related Posts
কিশোরীদের যৌন সংযম নিয়ে কলকাতা হাইকোর্টের বিতর্কিত মন্তব্য বাতিল, রায়ও খারিজ করল সুপ্রিমকোর্ট
নাবালিকাদের যৌন সংযম নিয়ে কলকাতা হাই কোর্টের বিতর্কিত পর্যবেক্ষণ খারিজ করল সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত মামলার রায়ে অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করে দেওয়া নিম্ন আদালতের রায়ও পুনর্বহাল করা হয়েছে। এর আগে নিম্ন আদালতের রায় খারিজ করেছিল কলকাতা হাই কোর্ট। গত বছর ১৮ অক্টোবর একটি মামলার শুনানিতে হাই কোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ […]
বেআইনি খননের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হরিয়ানার কংগ্রেস বিধায়ক
হরিয়ানার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বড় পদক্ষেপ। হরিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ারকে গ্রেপ্তার করল ইডি। তাঁর ছেলেকেও আটক করা হয়েছে। মাস কয়েক আগে হরিয়ানা পুলিশ যমুনানগর, সোনিপত এবং আশেপাশের জেলাগুলিতে বেআইনি খননের মামলায় FIR নথিভুক্ত করে। এরপরেই কেন্দ্রীয় সংস্থার তরফে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে কবিতা জৈনকে পরাজিত করে জিতেছিলেন সুরেন্দ্র পানওয়ার। […]
রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, ভাসছে গাড়ি, বন্ধ ট্রেন, বাতিল বহু উড়ান
রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। গতকাল রাত ১টা থেকে আজ ভোর ৭টা পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে দুর্ভোগ মুম্বইয়ে। আন্ধেরি, কুর্লা, ভান্দুপ, কিংস সার্কেল, দাদার সহ একাধিক এলাকায় ব্যাপক জল জমেছে। তৈরি হয়েছে ব্যাপক যানজট। বেশ কিছু জায়গায় গাড়ি জলের তোড়ে ভেসে যেতে দেখা গিয়েছে। সোমবার সকালে থেকেই জলমগ্ন ব্যস্ত রাস্তায় ব্যাপক যানজট। ভোগান্তি পোহাচ্ছেন নিত্য […]