কেরালায় ফের নিপা ভাইরাসের আতঙ্ক! মালাপ্পুরমে একজনের মৃত্যুতে ঘরবন্দি ১৫১ জন

নিপা ভাইরাসে মৃত্যু হল কেরালার মালাপ্পুরমে ২৪ বছর বয়সী এক ব্যক্তির। রবিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন নিপা ভাইরাস থেকেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। শনিবার রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। জেলা মেডিকেল অফিসার অবিলম্বে নমুনা পাঠিয়েছেন কোঝিকোড় মেডিকেল কলেজে। তাতে এনসেফালাইটিস পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জরুরি বৈঠক ডেকে প্রোটোকল মেনে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জানা গিয়েছে, নমুনাগুলি পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল, যা নিপা সংক্রমণের বিষয়টিও নিশ্চিত করেছে। মৃত ব্যক্তি বেঙ্গালুরুতে একজন ছাত্র ছিলেন এবং বেশ কয়েকজনের সংস্পর্শে এসেছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৫১ জনকে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তি মোট চারটি বেসরকারি হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য। সেখানে বন্ধুদের সঙ্গেই ভ্রমণ করেছিল সে। সব তথ্য জোগাড় করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।

error: Content is protected !!