বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস, ঘোষণা আন্দোলনকারীদের

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে চলেছে বাংলাদেশে ৷ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হতে চলেছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস ৷ মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এদিন সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম বলেছেন, “দেশকে বাঁচাতে ছাত্রসমাজের আহ্বানে অধ্যাপক ইউনুস এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ৷” ডেইলি স্টার সংবাদপত্র সূত্রে এমনটাই খবর । নাহিদ আরও বলেন, “অন্তবর্তীকালীন সরকারের কাঠামো তৈরি করতে আমরা ২৪ ঘণ্টা সময় নিয়েছিলাম । তবে জরুরি অবস্থা বিবেচনা করে আমরা এখনই তা ঘোষণা করছি । আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ৷ এই সরকারে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নোবেলজয়ী মহম্মদ ইউনুস, যাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে ৷ তিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বে থাকবেন ৷” বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাউদ্দিন বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব সংসদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে ৷ তার কয়েকঘণ্টা পরই অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করা হল ৷ সোমবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন ৷ খালেদা জিয়া একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গৃহবন্দি ছিলেন।

error: Content is protected !!