আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। তারই মাঝে এবার মহারাষ্ট্রের রত্নাগিরিতে ধর্ষণের শিকার হলেন বছর কুড়ির এক নার্সিং পড়ুয়া! শরীরে একাধিক নৃশংস আঘাত, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই নার্সিং পড়ুয়াকে। এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মহারাষ্ট্র। জানা যাচ্ছে, রত্নাগিরিতে এক বেসরকারি হাসপাতালে নার্সিং পড়তেন ওই ছাত্রী। নির্যাতিতার বয়ান অনুযায়ী, হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য অটরিকশা ধরেছিলেন তিনি। যাওয়ার পথে গাড়ির চালক তাঁকে জল খাওয়ার প্রস্তাব দেন। সেই জল খাওয়ার পর অসুস্থ বোধ করেন তিনি। তার পর কিছু মনে নেই। এর পর চম্পক ময়দান এলাকায় ক্ষত বিক্ষত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া তাকে। চিকিৎসকদের দাবি, ওই নার্সকে ধর্ষণ করা হয়েছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন রত্নাগিরির নার্স ও হাসপাতাল কর্মীরা। অপরাধীর মৃত্যুদণ্ডের দাবিতে হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনার প্রতিবাদে ব্যানার হাতে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে দেখা যায় স্থানীয়দের। একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। গোটা ঘটনায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই অটো চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
Related Posts
ডোডায় এনকাউন্টারে খতম ৪ জঙ্গি, শহিদ ক্যাপ্টেন দীপক সিং
জম্মু ও কাশ্মীরে ফের এনকাউন্টার ৷ বুধবার ডোডা জেলার শিবগড়-আসার বেল্টের পাহাড়ি এলাকায় তীব্র গুলিবিনিময়ে খতম করা হয়েছে চারজন জঙ্গিকে ৷ এই ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা ক্যাপ্টেন ৷ প্রতিরক্ষা আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, নিহত সেনাকর্মী দীপক সিং ভারতীয় সেনাবাহিনীর ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন ছিলেন ৷ জানানো হয়েছে, “আসার এলাকায় মঙ্গলবার শুরু […]
একাধিক রাজ্যে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি
আগামী এক সপ্তাহ বহু এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। হাওয়া অফিস সূত্রে খবর, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দেশের মধ্য এবং পশ্চিমের রাজ্যগুলিতে এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। ৬ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের […]
হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ফুটপাতের দোকানেও বাড়ির LPG সিলিন্ডার, আটকাতে আধারে বায়োমেট্রিক যোগ
হোটেল-রেস্তরাঁ থেকে শুরু করে ফুটপাতের রোল-চাইমিনের দোকান। দীর্ঘদিন ধরেই যত্রতত্র আম-জনতার রান্না ঘরের এলপিজি সিলিন্ডার দেদার ব্যবহারের রয়েছে অভিযোগ। যা নিয়ে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্র। সাধারণ গ্রাহকদের আধার নম্বর ও বায়োমেট্রিক যুক্ত করার কাজ শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। সব তথ্য হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র মারফৎ মিলেছে খবর।পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, বর্তমানে […]