আগামী সপ্তাহ থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হচ্ছে তিন দফায় হতে চলা বিধানসভা নির্বাচন। তার আগে প্রচার তুঙ্গে তুলেছে উপত্যকার দলগুলি। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচন নিয়ে ভূ স্বর্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এদিন জম্মুর ডোডা জেলার কিস্তওয়ারে এক জনসভায় বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন ন্যাশানল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আবুদল্লা। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়া এনসি নেতা ওমর আবদুল্লা বললেন, ” বিজেপি শুধু ভয় দেখানো আর হুমকির রাজনীতি করে। বিজেপি অভিযোগ করছে, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস ক্ষমতায় এলে নাকি বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে। কিন্তু আসল কথা হল, আমরা ক্ষমতায় থাকার সময় জম্মু-তে জঙ্গি নাশকতার ঘটনা একেবারেই কমে গিয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের আওতায় যাওয়ার পর চিনাব ভ্যালি সহ জম্মুর বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে।”
Related Posts
জামিনের মেয়াদ আরও ৭ দিন বৃদ্ধির আবেদন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
ফের কেরজিওয়ালের নয়া ফন্দি। সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর আবেদন করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, তিহার জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার তিনি। ফলে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা দুর্বল। প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। এরপর ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ২ […]
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন সিপিএমের সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সীতারাম ইয়েচুরি। সোমবার জ্বর বাড়লে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে নানারকম মেডিক্যাল পরীক্ষা […]
প্রবল বৃষ্টিতে কেদারনাথে ফের ভূমিধস, গৌরীকুণ্ডে প্রাণ গেল ৩ পুণ্যার্থীর, আহত বহু
প্রবল বৃষ্টিতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় কেদারনাথে৷ এবার গৌরীকুণ্ডের কাছে ভূমিধস নেমে মৃত্যু হল ৩ পুণ্যার্থীর৷ আহত কমপক্ষে ৮ জন৷ কেদারনাথ দর্শন করে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা৷ সে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রের খবর৷ ওই পুণ্যার্থীরা রবিবার সকাল সকালই গৌরীকুণ্ড থেকে ফেরার যাত্রা শুরু করেছিলেন৷ চারবাসা এলাকার কাছে হঠাৎ করেই তাঁদের উপরে নেমে আসে […]