‘বিজেপি হুমকির রাজনীতি করে’! নির্বাচনী প্রচারে জঙ্গিমুক্ত জম্মুর প্রতিশ্রুতি ওমর আবদুল্লার

আগামী সপ্তাহ থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হচ্ছে তিন দফায় হতে চলা বিধানসভা নির্বাচন। তার আগে প্রচার তুঙ্গে তুলেছে উপত্যকার দলগুলি। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচন নিয়ে ভূ স্বর্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এদিন জম্মুর ডোডা জেলার কিস্তওয়ারে এক জনসভায় বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন ন্যাশানল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আবুদল্লা। কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ভোটে লড়া এনসি নেতা ওমর আবদুল্লা বললেন, ” বিজেপি শুধু ভয় দেখানো আর হুমকির রাজনীতি করে। বিজেপি অভিযোগ করছে, জম্মু-কাশ্মীরে এনসি-কংগ্রেস ক্ষমতায় এলে নাকি বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হবে। কিন্তু আসল কথা হল, আমরা ক্ষমতায় থাকার সময় জম্মু-তে জঙ্গি নাশকতার ঘটনা একেবারেই কমে গিয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে কেন্দ্রীয় সরকারের আওতায় যাওয়ার পর চিনাব ভ্যালি সহ  জম্মুর বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে।”

error: Content is protected !!