সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

আরজি করের ঘটনায় সিবিআই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার ষষ্ঠবার তিনি সিজিও কমপ্লেক্সে গিয়েছেন। এবার কি আরও বিড়ম্বনায় সন্দীপ? তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগ এনে ইডি তদন্তের আর্জি জানিয়ে মামলার আবেদন করা হল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের এজলাসে। অন্যদিকে, আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি অতীতে একাধিক অভিযোগ তুলেছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার পর ফের একবার সন্দীপ ঘোষকে নিয়ে সরব হতে শোনা গিয়েছিল তাঁকে। এবার সেই আখতার আলিকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানানো হল মামলায়। ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে।

error: Content is protected !!