প্রতি বছর ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করা হবে বলে গতকালই ঘোষণা করেছে সরকার। উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই আবহে বিজেপি সরকারের এই দিবস পালনের ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিরোধীরা এক সুরে তোপ দেগেছে শাসক বিজেপিকে। আবার পুরনো স্মৃতি টেনে এনে কংগ্রেসকে আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘গত ১০ বছরে আপনার সরকার প্রতিদিন ‘সংবিধান হত্যা দিবস’ পালন করেছে। আপনারা প্রতি মুহূর্তে দেশের প্রতিটি গরিব ও বঞ্চিত মানুষের আত্মসম্মান কেড়ে নিয়েছেন।’ এদিকে আদমি পার্টির নেত্রী প্রিয়াঙ্কা কক্কর বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘২০১৪ সাল থেকে শাসক দল প্রতিদিন সংবিধানকে ‘হত্যা’ করেছে। সম্প্রতি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের সময় অনিল মাসি ক্যামেরার সামনে সংবিধানকে খুন করেন। দিল্লিতে, দীর্ঘ ৯ বছরের লড়াইয়ের পরে, দিল্লি সরকার নিজেদের অধীনে সরকারি আধিকারিকদের বদলির অধিকার পেয়েছিল। কিন্তু বিজেপি একটি আইন এনে সুপ্রিম কোর্টের আদেশ প্রত্যাখ্যান করেছে। এটা সংবিধানের হত্যা।’ এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষও একই সুরে সুর মিলিয়েছেন এবং বলেছেন যে জরুরি অবস্থা পর্বটি ‘ইতিহাসের ঘটনা’ ছিল, তবে বিজেপি এই ‘পুরনো কার্ড’ তাদের রাজনৈতিক সুবিধার্থে খেলতে চাইছে। এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাজি বলেন, ‘যে বিজেপি ৪০০ পেরিয়ে যাওয়ার স্লোগান তুলেছিল, তারা ৪০০ আসন পায়নি। ২০০-র ঘরেই আটকে গিয়েছে। আপনারা (বিজেপি) বর্তমানে কী উন্নয়ন করছেন, দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, সংবিধান অনুযায়ী এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারছেন কি না, তা নিয়ে আমাদের কথা বলা উচিত।’
Related Posts
বন্যা বিধ্বস্ত অসমে রাহুল, ঘুরে দেখলেন ত্রাণ শিবির
সোমবার সকালে বন্যা বিপর্যস্ত অসম ঘুরে দেখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সিলচর নেমেই পৌঁছে যান ত্রাণ শিবিরে। সেখানে দুর্গতদের সঙ্গে দেখা করেন রাহুল। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে এই প্রথম উত্তর পূর্ব সফরে গেছেন তিনি। রবিবার অসমে আরও আটজন প্রাণ হারিয়েছেন। গতকাল ধুবড়ি এবং নলবাড়ি থেকে দুইজন করে এবং কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর থেকে একজন […]
আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে আরজিকর মামলার শুনানি
আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার কথা ছিল গত ৫ সেপ্টেম্বর। কিন্তু সে দিন প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় শুনানি পিছিয়ে যায়। অবশেষে ওই মামলার শুনানির নতুন দিন জানাল শীর্ষ আদালত। আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে হয়নি আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের […]
পাটনায় রোড-শো করলেন প্রধানমন্ত্রী মোদি
চলতি লোকসভা নির্বাচনের প্রচারে বিহারে একাধিকবার জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তবে রবিবার পাটনায় জীবনে প্রথমবার রোড শো করেন তিনি। সঙ্গে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রোড শো চলাকালীনই একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দেন মোদি। সেখানেই তিনি সাফ জানান, দেশবাসীর কাছে সুশাসনের মডেল তুলে ধরেছে বিজেপি। মোদি বলেন, “কীভাবে দেশ পরিচালনা করতে হবে, দেশবাসীর কাছে তার আদর্শ […]