শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলায় বাধবন বন্দর প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পটির নির্মাণে খরচ হবে ৭৬ হাজার কোটি টাকা। দহানু শহরের কাছে অবস্থিত এই বাধবনেই গড়ে উঠতে চলেছে দেশের দীর্ঘতম গভীর জলবন্দর। এই বন্দরের মাধ্যমে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে একযোগে বাঁচবে সময় ও খরচ। এই বন্দর হয়ে উঠবে বিশ্বমানের ‘মেরিটাইম গেটওয়ে’। দেশের বাণিজ্য ও আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে এই প্রকল্প। এই বন্দরে সহজেই বড় কন্টেনার ভেসেল ও অতিবৃহৎ জাহাজ আসা-যাওয়া করতে পারবে। এখানে থাকবে বন্দরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন অত্যাধুনিক ব্যবস্থাও। প্রধানমন্ত্রী মোদি এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, দেশের উন্নয়নে বাধবন বন্দর খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প হতে চলেছে।
Related Posts
বিরোধী মতামতকে গুরুত্ব দিন, মণিপুর ঘটনা নিয়েও বিজেপি সরকারকে তোপ, মোদিকে রাজধর্ম পালনের বার্তা সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের
‘নির্বাচন শেষ হয়েছে। এখন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে দেশ গঠনে মনযোগ দেওয়া উচিৎ সকলের।’ মোদি সরকারকে এমনই বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এক্ষেত্রে তাঁর বার্তা, ‘প্রতিযোগিতা মানে যুদ্ধ নয়। এখনও অশান্ত মণিপুর, মোদি সরকারকে রাজধর্ম পালনের বার্তা সঙ্ঘপ্রধানের। ‘এখনও জ্বলছে মণিপুর, এতে কে নজর দেবে? গুরুত্ব বুঝে ব্যবস্থা নেওয়াই কর্তব্য’, মণিপুরের অশান্তি বন্ধে মোদি সরকারকে […]
ভগবতী আম্মান মন্দিরে দর্শন ও পুজো করলেন প্রধানমন্ত্রী মোদি, ১ জুন সন্ধ্যা পর্যন্ত করবেন ধ্যান
নির্বাচনী প্রতিশ্রুতির পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধ্যানের জন্য তামিলনাড়ুর কন্যাকুমারী পৌঁছেছেন। কন্যাকুমারীতে পৌঁছে ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা ও পুজো দেন প্রধানমন্ত্রী মোদি।প্রধানমন্ত্রীকে দেখা গেল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাকে ধুতি পরা। প্রধানমন্ত্রী মোদি, একটি সাদা রঙের শাল দিয়ে আবৃত দেখা যাচ্ছে, আজ সন্ধ্যা থেকে 1 জুন সন্ধ্যা পর্যন্ত বিবেকানন্দ স্মৃতিসৌধের ধ্যান মণ্ডপে ধ্যান করবেন। স্বামী বিবেকানন্দ […]
দিল্লিতে আচমকা ধূলিঝড়, মৃত ২, আহত ২০
শুক্রবার গভীর রাতে দিল্লি-এনসিআরে আঘাত হানা ঝড়ের কারণে দুই জনের মৃত্যু হয়েছে। যদিও আহত হয়েছেন ২০ জনের বেশি। ঝোড়ো হাওয়ার কারণে নগরীর অনেক এলাকায় গাছ উপড়ে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে। দিল্লি পুলিশের মতে, গাছ উপড়ে ফেলার ঘটনায় ৬ জন আহত এবং ২ জন মারা গেছে। ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত হয়েছেন ১৭ জন। প্রবল ঝড়ের […]