ফের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২২ অগস্ট পোল্যান্ড এবং তারপর ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাবেন । ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর পোল্যান্ডে এটাই প্রথম সফর । এর আগে ১৯৭৯ সালে ওয়ারশ সফর করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই । ইউক্রেনের রাজধানী কিভ সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী বুধবার বলেন যে, তিনি ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিজের ভাবনাচিন্তা ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ রয়েছেন ৷ রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষাপটে এবং বিশ্ব যখন ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখন প্রধানমন্ত্রী এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।

error: Content is protected !!