সেবির বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে রাহুলের নিশানায় মোদি সরকার, যৌথ-সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি

হিন্ডেনবার্গ রিসার্চের তরফে সেবির চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে কংগ্রেস তোপ দেগেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি এই নিয়ে সেবির নিরেপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবি, শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক এই সংস্থার নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হয়েছে ৷ তিনি পুরো বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছেন ৷তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও সরব হয়েছেন ৷ তাঁদের দাবি, যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্ত করানো নিয়ে প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন ৷ তিনি মনে করেন, এই নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে তদন্ত করানো উচিত ৷ কারণ, তদন্তকারী সংস্থা সেবিরই এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷সোশাল মিডিয়ায় করা পোস্টে রাহুল গান্ধি লিখেছেন, “সেবির চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে ছোট-খুচরো বিনিয়োগকারীদের সম্পদ রক্ষা করার জন্য ন্যস্ত সিকিউরিটি নিয়ন্ত্রক সেবির সততার সঙ্গে গুরুতরভাবে আপোস করা হয়েছে ।” লোকসভার বিরোধী দলনেতার আরও বক্তব্য, ‘‘সারা দেশের সৎ বিনিয়োগকারীরা সরকারের কাছে জানতে চাইছে: কেন সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এখনও পদত্যাগ করেননি ? বিনিয়োগকারীরা তাঁদের কষ্টার্জিত অর্থ হারালে, কাকে দায়ী করা হবে ? প্রধানমন্ত্রী মোদি, সেবি চেয়ারপার্সন, নাকি গৌতম আদানি ?’’ উল্লেখ্য, মার্কিন সংস্থা হিন্ডেন রিসার্চ শনিবার দাবি করেছে যে সেবির চেয়ারপার্সন মাধবী বুচ ও তাঁর স্বামীর এমন সব শেয়ারে বিনিয়োগ করেছেন, যেখান টাকা এসেছে আদানির কাছে ৷ যদিও মাধবী বুচ ও তাঁর স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন ৷

error: Content is protected !!