হিন্ডেনবার্গ রিসার্চের তরফে সেবির চেয়ারপার্সন মাধবী বুচের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে কংগ্রেস তোপ দেগেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধি এই নিয়ে সেবির নিরেপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তাঁর দাবি, শেয়ার মার্কেটের নিয়ন্ত্রক এই সংস্থার নিরপেক্ষতার সঙ্গে আপোস করা হয়েছে ৷ তিনি পুরো বিষয়ে যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্তের দাবি তুলেছেন ৷তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও সরব হয়েছেন ৷ তাঁদের দাবি, যৌথ সংসদীয় কমিটি গড়ে তদন্ত করানো নিয়ে প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন ৷ তিনি মনে করেন, এই নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে তদন্ত করানো উচিত ৷ কারণ, তদন্তকারী সংস্থা সেবিরই এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷সোশাল মিডিয়ায় করা পোস্টে রাহুল গান্ধি লিখেছেন, “সেবির চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে ছোট-খুচরো বিনিয়োগকারীদের সম্পদ রক্ষা করার জন্য ন্যস্ত সিকিউরিটি নিয়ন্ত্রক সেবির সততার সঙ্গে গুরুতরভাবে আপোস করা হয়েছে ।” লোকসভার বিরোধী দলনেতার আরও বক্তব্য, ‘‘সারা দেশের সৎ বিনিয়োগকারীরা সরকারের কাছে জানতে চাইছে: কেন সেবি চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এখনও পদত্যাগ করেননি ? বিনিয়োগকারীরা তাঁদের কষ্টার্জিত অর্থ হারালে, কাকে দায়ী করা হবে ? প্রধানমন্ত্রী মোদি, সেবি চেয়ারপার্সন, নাকি গৌতম আদানি ?’’ উল্লেখ্য, মার্কিন সংস্থা হিন্ডেন রিসার্চ শনিবার দাবি করেছে যে সেবির চেয়ারপার্সন মাধবী বুচ ও তাঁর স্বামীর এমন সব শেয়ারে বিনিয়োগ করেছেন, যেখান টাকা এসেছে আদানির কাছে ৷ যদিও মাধবী বুচ ও তাঁর স্বামী এই অভিযোগ অস্বীকার করেছেন ৷
Related Posts
রাজ্যপালকে ২১টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ সুপ্রিমকোর্টের
জ্যপালকে ২১ টি বিশবিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের মধ্যেই তাঁর কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যপালকে। দ্রুত ২১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যপালকে পুরোনো নির্দেশ মেনেই।এমনটাই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যের সুপারিশ দেওয়া নাম থেকেই রাজ্যকে উপাচার্য নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপালকে। দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। […]
আগামী ২৪ জুলাই পূর্ণাঙ্গ বাজেট !
২৪ জুলাই সংসদের বাদল অধিবেশনে ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ওয়াকিবহাল মহলের সূত্র উদ্ধৃত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আগামী ২৩ জুলাই পেশ করা হতে পারে অর্থনৈতিক সমীক্ষা। তবে, প্রতিবেদনে যোগ করা হয়েছে যে দুটি তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি এবং শীঘ্রই ঘোষণা করা হতে পারে। সংসদের দুটি অধিবেশনের […]
খোলা আদালতে সমকামী বিয়ে নিয়ে রিভিউয়ের শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিমকোর্ট
ভারতে সমলিঙ্গের বিবাহে আইনি শিলমোহরের আর্জি গত বছর ১৭ অক্টোবরের এক রায়ে আগেই খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় পুনরায় বিবেচনা করার আর্জি নিয়ে এক গুচ্ছ পিটিশন দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেই পুর্নবিবেচনাধর্মী পিটিশনের শুনানি যাতে খোলা আদালতে হয়, তার জন্য আর্জি জানিয়েছিলেন কোর্টের সিনিয়র দুই আইনজীবী নীরজ কিষেণ কউল ও অভিষেক মনু সিংভি। খোলা […]