‘যা বলেছি নিখাদ সত্যি’, সংসদের রেকর্ড থেকে ‘হিন্দু’ মন্তব্য সরানোয় স্পিকার ওম বিড়লাকে নালিশ রাহুলের

মঙ্গলবার বিরোধী দলনেতা হিসাবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধী বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি স্পিকার ওম বিড়লার নির্দেশে সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে রাহুলের ওই মন্তব্য। এর প্রতিবাদে স্পিকারকে চিঠি দিলেন কংগ্রস সাংসদ। প্রতিবাদী চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের ওই অংশ সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না। যা বক্তব্য সরানো বা মুছে ফেলার অনুমতি দেয়। এইসঙ্গে বিরোধী দলনেতা দাবি করেছেন, তিনি যা বলেছেন তা আসলে ‘নিখাদ সত্যি’। পাশাপাশি সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া তাঁর মন্তব্য পুনরুদ্ধারেরও অনুরোধ করেছেন রাহুল। তারিখ ও সময় উল্লেখ করে রাহুল জানিয়েছেন, যে যুক্তিতে তাঁর মন্তব্যকে সরানো হয়েছে তা ধারা ৩৮০-র মধ্যে পড়ে না। কারণ তিনি কোনও ‘কুমন্তব্য’ বা ‘অপশব্দ’ ব্যবহার করেননি। রাহুলের কথায়, “আমার ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ যেভাবে বহিষ্কারের আড়ালে কার্যধারা থেকে সরানো হয়েছে তা দেখে আমি হতবাক। আমি সংসদের অধিবেশে যা বলেছি তা নিখাদ সত্যি। সংসদের প্রতিনিধিরা জনগণের সম্মিলিতি কণ্ঠস্বরকে ব্যক্ত করেন। এটাই ভারতীয় সংবিধানের ১০৫ (১) ধারার বাকস্বাধীনতা। সাধারণ মানুষের কথা বলা সংসদের প্রত্যেক সদস্যের অন্যতম অধিকার।” রাহুল আরও বলেন, “আমার মন্তব্য রেকর্ড থেকে সরিয়ে নেওয়া সংসদীয় গণতন্ত্রের নীতির পরিপন্থী।”

error: Content is protected !!