মঙ্গলবার বিরোধী দলনেতা হিসাবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধী বলেন, হিন্দুরা নয়, হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি স্পিকার ওম বিড়লার নির্দেশে সংসদের রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে রাহুলের ওই মন্তব্য। এর প্রতিবাদে স্পিকারকে চিঠি দিলেন কংগ্রস সাংসদ। প্রতিবাদী চিঠিতে তিনি জানান, তাঁর বক্তব্যের ওই অংশ সংসদের ৩৮০ ধারার মধ্যে পড়ে না। যা বক্তব্য সরানো বা মুছে ফেলার অনুমতি দেয়। এইসঙ্গে বিরোধী দলনেতা দাবি করেছেন, তিনি যা বলেছেন তা আসলে ‘নিখাদ সত্যি’। পাশাপাশি সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া তাঁর মন্তব্য পুনরুদ্ধারেরও অনুরোধ করেছেন রাহুল। তারিখ ও সময় উল্লেখ করে রাহুল জানিয়েছেন, যে যুক্তিতে তাঁর মন্তব্যকে সরানো হয়েছে তা ধারা ৩৮০-র মধ্যে পড়ে না। কারণ তিনি কোনও ‘কুমন্তব্য’ বা ‘অপশব্দ’ ব্যবহার করেননি। রাহুলের কথায়, “আমার ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ যেভাবে বহিষ্কারের আড়ালে কার্যধারা থেকে সরানো হয়েছে তা দেখে আমি হতবাক। আমি সংসদের অধিবেশে যা বলেছি তা নিখাদ সত্যি। সংসদের প্রতিনিধিরা জনগণের সম্মিলিতি কণ্ঠস্বরকে ব্যক্ত করেন। এটাই ভারতীয় সংবিধানের ১০৫ (১) ধারার বাকস্বাধীনতা। সাধারণ মানুষের কথা বলা সংসদের প্রত্যেক সদস্যের অন্যতম অধিকার।” রাহুল আরও বলেন, “আমার মন্তব্য রেকর্ড থেকে সরিয়ে নেওয়া সংসদীয় গণতন্ত্রের নীতির পরিপন্থী।”
Related Posts
এবার হ্যাক হয়ে গেল সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল!
হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল । শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে দেখা যাচ্ছে এক্সআরপি-র (XRP) ভিডিও যা আমেরিকার রিপল ল্যাবস সংস্থার তৈরি ক্রিপ্টোকারেন্সি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয়, এবং যে সব মামলায় জনস্বার্থ জড়িয়ে থাকে সেসব শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। যেমন অতি সম্প্রতি আরজি কর ধর্ষণ ও খুন মামলার […]
ওড়িশায় শিক্ষামন্ত্রী ‘মাতাল’! মদ্যপ অবস্থায় নাচের ভিডিও ভাইরাল, অস্বস্তিতে বিজেপি
ওড়িশায় এই প্রথম সরকার গড়েছে বিজেপি। কিন্তু রাজ্যের মন্ত্রী সূর্যবংশী সুরজ মদ্যপান করে বন্ধুদের হুল্লোড়ে ব্য়স্ত! ভিডিয়ো পোস্ট করে এবার আসরে কংগ্রেস। বিতর্ক তুঙ্গে। বিজেডির জমানা শেষ। নবীন পট্টনায়েক এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালেই লোকসভা ভোট হল ওড়িশায়। সেই ভোটের জিতেই রাজ্যে এবার ক্ষমতায় এল বিজেপি। ১২ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহনচরণ মাঝি। এরপর […]
আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ মামলায় ৩ অভিযুক্তর মধ্যে ২জন দুই বিজেপি সদস্যের জামিন, ফুল দিয়ে বরণ
আর জি করের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন। এরইমধ্যে আইআইটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় তিন অভিযুক্তর মধ্যে দু’জন জামিন পেয়ে গিয়েছে। অভিযুক্তরা প্রত্যেকেই বিজেপির আইটি সেলের সদস্য। জেলের বাইরে বেরোনোর পর এই দুই গুণধরকে ফুল-মালা দিয়ে রীতিমতো বরণও করা হয়েছে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। […]