দিল্লি এইমসে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

দিল্লি এইমস হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পিঠে অসহ্য ব্যথার কারণেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে ৭৩ বছরের রাজনাথ আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রের দাবি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কাবু ছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে থাকার সময়ও পিঠে যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। কিন্তু বুধবার রাতে ব্যথা অত্যন্ত বেড়ে যায়। এই পরিস্থিতিতে এদিন সকালে হাসপাতালে নিয়ে আসা হয় বর্ষীয়ান বিজেপি নেতাকে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি হন তিনি। তাঁর এমআরআইও হয়েছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলেই শুক্রবারই রাজনাথকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এইমসের তরফে জানানো হয়েছে।

error: Content is protected !!