দিল্লি এইমস হাসপাতালে ভর্তি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পিঠে অসহ্য ব্যথার কারণেই তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সকালে। তবে ৭৩ বছরের রাজনাথ আপাতত স্থিতিশীল বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। উদ্বেগের কোনও কারণ নেই বলে হাসপাতাল সূত্রের দাবি। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই পিঠের ব্যথায় কাবু ছিলেন রাজনাথ। লোকসভা নির্বাচনের সময় ভোটপ্রচারে অন্ধ্রপ্রদেশে থাকার সময়ও পিঠে যন্ত্রণা শুরু হয়েছিল তাঁর। কিন্তু বুধবার রাতে ব্যথা অত্যন্ত বেড়ে যায়। এই পরিস্থিতিতে এদিন সকালে হাসপাতালে নিয়ে আসা হয় বর্ষীয়ান বিজেপি নেতাকে। নিউরোসার্জারি বিভাগে ভর্তি হন তিনি। তাঁর এমআরআইও হয়েছে বলে জানা গিয়েছে। সব কিছু ঠিক থাকলেই শুক্রবারই রাজনাথকে ছেড়ে দেওয়া হতে পারে বলে এইমসের তরফে জানানো হয়েছে।
Related Posts
সঙ্ঘকে দিয়ে আমলা নিয়োগ! মোদি সরকারকে এবার ‘Anti-Constitutional’ বলে তোপ রাহুল গান্ধীর
নরেন্দ্র মোদি সরকারকেই এ বার ‘Anti-Constitutional’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নেপথ্যে, ইউপিএসসি-র চাকরিতে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগের খবর। নানাবিধ মন্ত্রকের ১০ জন যুগ্ম সচিব এবং ৩৫ জন ডিরেক্টর বা উপ-সচিবের মতো ৪৫টি বিশেষ পদে ল্যাটারাল এন্ট্রির কথা জানিয়েছে কেন্দ্র। এই সব পদে নিয়োগ হয় মূলত আইএএস, আইপিএস, আইএফএস থেকে। আচমকা […]
রাজ্যসভার নেতা হিসেবে মনোনীত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা
রাজ্যসভার নেতা হিসেবে মনোনীত করা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে ৷ নতুন এই ভূমিকায় তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ ৷ নাড্ডা সংসদের উচ্চকক্ষে বিরোধীদের বিষয়গুলিকে উত্থাপন করার সুযোগ করে দেবেন বলে আশাপ্রকাশ করেন তিনি ৷ এদিকে, রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করা হয়েছে কংগ্রেস সভাপতি […]
‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদির
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু প্রচারই নয়, শেষ […]