বিধানসভা উপনির্বাচনে চারে ৪ পেয়েছে তৃণমূল। সবুজ সুনামিতে ধুয়ে মুছে সাফ বিজেপি। বিজেপির দখলে থাকা তিনটি আসনেও বিরাট পরাজয় বিজেপির। এবার এনিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘8টে আসনের মধ্যে ৩টি আসন ছিল বিজেপির। লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল। আমরা তিনটিতে জিতেছি। আর আমাদেরটাতেও জিতেছি। মানে আউট অফ ফোর- ফোর। আমি এজন্য সকলকে কৃতজ্ঞতা, প্রণাম…জোহার জানাচ্ছি। আজ মানুষের জয়। আবার নতুন করে সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি, সমাজ সংস্কার, সমাজের জাগরণ, বাংলার অস্তিত্ব রক্ষায়, বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায়, বাংলায় যারা থাকেন তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সংহতি সব কিছুকে নিয়ে আগামীদিনে কাজ করব। লোকসভা নির্বাচনের জয় ও বিধানসভা নির্বাচনের জয় সবটাই উৎসর্গ করব ২১শে জুলাই। নো আইডি নো ভোট এই লড়াইয়ের ডাক দিয়েছিলেন, তাঁদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে… অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছেন।’ বললেন মমতা। বাস্তবিকই জয়ের ধারে কাছে থাকতে পারেনি বিজেপি। ১৩ বছর পরে বাগদাও চলে গেল তৃণমূলের কাছে। এটা বিজেপির কাছে বিরাট ধাক্কা। কার্যত সিএএ লাগু করার নাম করে মতুয়া ভোটকে এককাট্টা করার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু বাস্তবে সেসব হল না। তবে যেভাবে বিজেপি জেতা আসন ধরে রাখতে পারল না, যেভাবে একের পর এক আসন হাতছাড়া হল তা নিয়ে আরও হতাশ বিজেপি শিবির। বাংলায় আরও কোণঠাসা হল শুভেন্দু-সুকান্ত ব্রিগেড।
Related Posts
আজ থেকেই ট্রায়াল রান গড়িয়া-বেলেঘাটা মেট্রোর
আজ থেকে বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত মেট্রো রেলের ট্রায়াল রান চলবে। এই অংশে ইতিমধ্যেই পরিদর্শন সেরে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কিছু বদলের কথা জানিয়ে ছিলেন। সেই পরামর্শ মেনে এবার পাকাপাকি ভাবে শুরু হচ্ছে সেই ট্রায়াল রান। ইতিমধ্য়েই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা […]
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মুকুল রায়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে কলকাতায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবার সূত্রে খবর, কয়েকদিন ধরে ঠিক মতো খাওয়াদাওয়া করছিলেন না। তাই দুর্বল হয়ে পড়েছিলেন। পরিস্থিতি বিবেচনা করে তাই তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। সেই পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে মুকুল রায়কে।
রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের উপর হামলার চক্রান্ত! স্বতঃপ্রণোদিত মামলা রুজু পুলিশের, গ্রেফতার ১
স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনার মাঝেই এবার প্রকাশ্যে বিস্ফোরক অডিয়ো ক্লিপ! সেই অডিয়ো ক্লিপ প্রকাশ্যে আসার পর এবার স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করল বিধাননগর পুলিশ কমিশনারেট। সেই মামলাতেই গড়ফার এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব দাস ওরফে বুবলাই। শুধু তাই নয়, ডাক্তারদের ধরনাস্থল আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবনের সামনে ম্যারাথন ধরনায় জুনিয়র ডাক্তাররা। গতকাল, […]