সঞ্জয় রাইয়ের নার্কো পরীক্ষার অনুমতি দিল না আদালত। শুক্রবার বেলায় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ২টো নাগাদ তাকে আবার আদালত থেকে বের করে আনে সিবিআই।সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল। বিচারকের চেম্বারে বিচারকের সামনে সঞ্জয় রাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই সময় উনি সম্মতি দেননি। এর পর আদালতে সঞ্জয়ের আইনজীবী সঞ্জয় সম্মতি দেননি। আইনজীবীর তরফেও জানানো হয় তিনিও সম্মতি দিতে চান না। ভিন রাজ্যে নিয়ে গিয়ে সিবিআই নারকো পরীক্ষা করাতে চাইছে, তাতেও আপত্তি রয়েছে । বিচারক জানান, সম্মতি ছাড়া কারও নারকো পরীক্ষা করা যায় না। করা হলে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়। ২০১০ সালের কর্ণাটকের এক রায় উদ্ধৃত করে বলেন সেখানে কোনও অভিযুক্তর সম্মতি ছাড়া নারকো পরীক্ষা করা হলে সেটা হবে অসাংবিধানিক। এরপরই আদালত সিবিআইয়ের নারকো পরীক্ষার আবেদন খারিজ করে।
Related Posts
আরজি কর হাসপাতাল ভাঙচুর কাণ্ডে মীনাক্ষী সহ ৭জন বাম যুবনেতা-নেত্রীকে তলব করল লালবাজার
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উঠেছে অভিযোগ। তারপর নাগরিক সমাজ রাতের দখল নিয়ে রাস্তায় নেমেছিল। সেই রাতেই ভাঙচুর করা হয় আরজি কর হাসপাতাল। এই ঘটনায় সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই(DYFI) এবং বিজেপির(BJP) নাম জড়িয়ে গিয়েছে। কারণ জিওয়াইএফআই তাদের পতাকা নিয়ে সেখানে হাজির ছিল বলে ভিডিওতে ধরা পড়েছে। যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় […]
বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা
বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷ এ দিনই আর জি কর কাণ্ডে […]
নিউটাউনে এনআইএ কর্তার বাড়িতে ৫২ মিনিটের বৈঠক করেছেন জিতেন্দ্র, টাকার লেনদেন, দাবি কুণালের
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিংয়ের ৫২মিনিটের বৈঠক হয়েছে ৷ এই এনআইএ এসপি’র বিরুদ্ধে তদন্ত করুক পুলিশ, দাবি কুণালের ৷ তৃণমূল মুখপাত্রের দাবি, ভোটের আবহে অভিযোগ, নিউটাউনে এনআইএ-এর এসপি ধনরাম সিংহের বাড়ির ভিসিটর বুকে জিকে তিওয়ারির নাম। ধনরাম সিংয়ের বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র […]