Narco Test: সিবিআই চাইছে, কিন্তু অভিযুক্ত সঞ্জয় রাই নারকো টেস্ট করাতে নারাজ, তাই অনুমতি দিল না আদালত

সঞ্জয় রাইয়ের নার্কো পরীক্ষার অনুমতি দিল না আদালত। শুক্রবার বেলায় আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে শিয়ালদহ আদালতে পেশ করা হয়। ২টো নাগাদ তাকে আবার আদালত থেকে বের করে আনে সিবিআই।সিবিআইয়ের তরফ থেকে আবেদন করা হয়েছিল। বিচারকের চেম্বারে বিচারকের সামনে সঞ্জয় রাইয়ের বয়ান রেকর্ড করা হয়েছিল, সেই সময় উনি সম্মতি দেননি। এর পর আদালতে সঞ্জয়ের আইনজীবী সঞ্জয় সম্মতি দেননি।  আইনজীবীর তরফেও জানানো হয় তিনিও সম্মতি দিতে চান না। ভিন রাজ্যে নিয়ে গিয়ে সিবিআই নারকো পরীক্ষা করাতে চাইছে, তাতেও আপত্তি রয়েছে । বিচারক জানান, সম্মতি ছাড়া কারও নারকো পরীক্ষা করা যায় না। করা হলে তার মানবাধিকার লঙ্ঘন করা হয়। ২০১০ সালের কর্ণাটকের এক রায় উদ্ধৃত করে বলেন সেখানে কোনও অভিযুক্তর সম্মতি ছাড়া নারকো পরীক্ষা করা হলে সেটা হবে অসাংবিধানিক। এরপরই আদালত সিবিআইয়ের নারকো পরীক্ষার আবেদন খারিজ করে।

error: Content is protected !!