বিষমদ কাণ্ডে তামিলনাড়ুতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৩৫ ৷ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জনেরও বেশি ৷ পুলিশ জানিয়েছে, বিষমদ পানে হতাহতদের মধ্যে অধিকাংশই দিনমজুর ৷ মঙ্গলবার রাতে কাল্লাকুরুচি শহরের করুণাপুরম এলাকায় বেআইনি মদ বিক্রেতাদের থেকে প্যাকেটজাত ওই বিষমদ পান করে সকলে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এরপর বাড়ি ফিরে তারা অসুস্থ বোধ করে ৷ শুরু হয় মাথা যন্ত্রণা, পেটে ব্যথা, বমি ৷ পরিবারের সদস্যরা বিষমদ পানকারীদের কাল্লাকুরিচি মেডিক্যল কলেজে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ১০জনের ৷ এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সংখ্যাটা ৷ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চে স্থানান্তরিত করা হয় ৷ এছাড়া সালেম ও ভিল্লুপুরমের হাসপাতালেও ভর্তি রয়েছেন অনেকে ৷ ইতিমধ্যেই অভিযুক্ত বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করে ২০০লিটার মদ বাজেয়াপ্ত করেছে তামিলনাড়ু পুলিশ৷
Related Posts
মহারাষ্ট্রে অনলাইনে ক্রিকেট জুয়ার জেরে খুন বৃদ্ধা, গ্রেফতার যুবক
মহারাষ্ট্রে দম্বিভিলি জেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ রয়েছে। বৃদ্ধার গয়না নিয়ে তাই দিয়ে নিজের দেনা শোধ করার পরিকল্পনা করেছিল সে। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আশা আরবিন্দ রাইকার নামে ওই বৃদ্ধার দেহ তাঁর ফ্ল্যাটে পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে সতীশ নামে ওই যুবক বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকে […]
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুলিশের পুরোহিতের পোশাক বিতর্ক, কড়া নিন্দায় অখিলেশ
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুরোহিতের পোশাক পরে রয়েছে পুলিশ। এবার তা নিয়ে বিতর্ক চরমে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন, পুলিশ অফিসারদের এই পোশাক এই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের নিয়ম অনুসারে একজন পুলিশ কি পুরোহিতের পোশাক পরতে পারেন, প্রশ্ন তুললেন অখিলেশ। যারা এই নির্দেশ দিয়েছে […]
পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ!
পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। তথ্যপ্রমাণ ও ব্যাঙ্কের নথি দেখিয়ে মাধবীর বিরুদ্ধে অভিযোগ তুলল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন […]