শিয়ালদা ডিভিশনে আবারও ট্রাফিক ও পাওয়ার ব্লকের কারণে হতে চলেছে ট্রেন নিয়ন্ত্রণ। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ১০ নম্বর ব্রিজে গার্ডারিং সংক্রান্ত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের দমদম জংশন-বারাসত সেকশনে মধ্যমগ্রাম ও বিরাটি স্টেশনের মাঝে ২৯ তারিখ রাত থেকে ৩০ তারিখ সকালের মধ্যে নির্দিষ্ট সময়ে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা, অর্থাৎ ১২ ঘণ্টা ডাউন লাইনে এবং ২৯ তারিখ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল সাড়ে ৮টা অর্থাৎ ১০ ঘণ্টা আপ লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন থাকছে। এর ফলে ওই নির্দষ্ট সময়ে ওই লাইনে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। সেহেতু শনিবার যাত্রা সংক্ষিপ্ত হতে চলেছে একাধিক ট্রেনের। তার মধ্যে থাকছে বনগাঁ-শিয়ালদা লোকাল ও শিয়ালদা-বনগাঁ লোকাল। এই ট্রেনগুলি বারাসত পর্যন্ত আসবে ও সেখান থেকেই ছাড়বে। এছাড়া শনিবার বাতিল থাকছে একটি করে আপ ও ডাউন বনগাঁ-শিয়ালদা লোকাল ও হাসনাবাদ-শিয়ালদা লোকাল।
Related Posts
‘সাড়ে ৫টা পর্যন্ত অপেক্ষা করুন, বাংলায় ঝড় তুলে দিল্লিতেও পাশা পাল্টে দেবেন’, বড় ইঙ্গিত তৃণমূল সুপ্রিমোর
লোকসভা ভোটের ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা […]
মমতার ধমকের জের! বদলি ১৮০জন বিএলআরও, জমি দখল রুখতে কড়া নবান্ন
জমির জবরদখল রুখতে এবার একেবারে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বহু আধিকারিককে এবার বদলি করা হল। একেবারে লাইন দিয়ে বদলি করা হয়েছে তাঁদের। নবান্নের তরফে এনিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে। এদিকে সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এই জবরদখল নিয়ে কড়া ধমক দিয়েছিলেন। তারপরই নবান্নের তরফে এনিয়ে নানা ব্যবস্থা নেওয়া হয়। তারই […]
অভিষেকের ৯ বছরের কন্যাকে ধর্ষণ করলে ১০ কোটি পুরস্কার দেওয়া হবে! আরজি কর কর্মসূচি থেকে হুমকির অভিযোগ, কড়া পদক্ষেপ শিশুসুরক্ষা কমিশনের
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ন’বছরের কন্যাকে ‘ধর্ষণের হুমকি’! সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে কমিশন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। পুলিশের কাছে তাঁদের গ্রেফতারির দাবিও জানিয়েছে কমিশন। শিশুসুরক্ষা কমিশনের তরফে একটি বিবৃতিতে […]