হাইকোর্টের নির্দেশে যে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন, তাঁদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে। শিক্ষা দফতর সূত্রে খবর, শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, যত দিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে, তত দিন কারও বেতন বন্ধ করা হবে না। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শিক্ষা দফতরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথক ভাবে মামলা করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, যে হেতু মামলাটি বিচারাধীন এবং ওই ২৫,৭৫৩ জন প্রত্যেকেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন, তাই তাঁদের বেতন দেওয়া হবে। শ্রম আইন অনুসারে, কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।
Related Posts
সিজিও কমপ্লেক্সে ফাইল হাতে কুণাল ঘোষ, আরজি কর কাণ্ডে ডাক্তারদের কাছে থেকে পাওয়া ‘তথ্য প্রমাণ’ তুলে দিলেন সিবিআইয়ের হাতে
এবার আরজি কর কাণ্ডে ‘তথ্য প্রমাণ’ নিয়ে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ। নিজেরই একটি মামলার পরিপ্রেক্ষিতে হাজিরা দিতে আজ সিজিও-তে গিয়েছিলেন কুণাল। সেখানে তিনি সিবিআই দফতরে যান হাতে এক ফাইল নিয়ে। তৃণমূল নেতা জানান, তাঁর হাতে আরজি করের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়ারা কিছু নথি তুলে দিয়েছেন। সেই নথি এবং তথ্যপ্রমাণই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে তুলে দিতে এসেছেন […]
আরজি কর হাসপাতালের মর্গে সিবিআই হানা
আরজি কর হাসপাতালের পুলিশ মর্গে হানা দিলেন সিবিআইয়ের গোয়েন্দারা। ইতিমধ্যেই হাসপাতালের একাধিক দুর্নীতির ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, আরজি করে ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেন তড়িঘড়ি তাঁর দেহ সৎকার করে দেওয়া হল? প্রশ্ন এও উঠেছে, কেন তদন্তসাপেক্ষ বিষয় হওয়ায় ডাক্তারি পড়ুয়ার মৃতদেহ সংরক্ষণ করে রাখা গেল […]
পুলিশের নামে ভুয়ো তথ্য প্রচারের অভিযোগে সুখেন্দুশেখর রায়কে তলব করল লালবাজার
পুলিশের নামে ভুয়ো প্রচারের অভিযোগ সুখেন্দুশেখরের বিরুদ্ধে। তৃণমূল সাংসদকে তলব করল লালবাজার। রবিবার বিকেল ৪টে নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে। আরজি কর ইস্যুতে তাঁর করা একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। আরজি কর কাণ্ড নিয়ে কড়া পোস্ট করেন সুখেন্দুশেখর রায়ের। সরাসরি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে CBI হেফাজতে নেওয়ার দাবি তুললেন তৃণমূলের এই সাংসদ। […]