সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষা বাতিল হবে না সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার ২০২৪ সালের নিট-ইউজি পরীক্ষা নিয়ে একগুচ্ছ মামলার শুনানি ছিল ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের গঠিত বেঞ্চ নিট-ইউজি বাতিল এবং ফের পরীক্ষা নেওয়া সংক্রান্ত সব মামলা খারিজ করে দেয় ৷ আদালতের পর্যবেক্ষণ, বিতর্কিত এই পরীক্ষায় এমন কোনও তথ্য পাওয়া যায়নি, যাতে প্রমাণ করা যায় যে এই পরীক্ষার প্রশ্নপত্র একটি নির্দিষ্ট পদ্ধতিতে ফাঁস হয়েছে ৷ এরই সঙ্গে কোনও বেনিয়ম হয়েছে কি না, তারও ইঙ্গিত পাওয়া যায়নি ৷ প্রধান বিচারপতি বলেন, “নিট-ইউজি 2024 পরীক্ষায় যে কোনও বেনিয়ম বা পদ্ধতি ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তাই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি হয়েছে, এমন কোনও তত্ত্বে উপনীত হওয়া যাচ্ছে না ৷” শনিবার বেলা 12টার মধ্যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি 2024 পরীক্ষার শহর ও পরীক্ষাকেন্দ্র ভিত্তিক নিট ইউজি পরীক্ষার ফলাফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ ৷ আদালত এ নির্দেশও দিয়েছিল যে পরীক্ষার্থীদের পরিচয় গোপন রেখে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এনটিএ ৷ তাই ফলাফলে শিক্ষার্থীদের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি এনটিএ ৷ গত ৫ মে দেশজুড়ে ২৩.৩৩ লক্ষ পরীক্ষার্থী নিট-ইউজি পরীক্ষা দেয় ৷ ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি পরীক্ষাকেন্দ্রে এই সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয় ৷ এর মধ্য ভারতের বাইরের পরীক্ষাকেন্দ্রগুলিও রয়েছে ৷ সিবিআই এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত করছে ৷
Related Posts
‘কেন্দ্রশাসিত হোক বাংলা ও বিহারের একাধিক জেলা’, সংসদে নিশিকান্তর দাবি ঘিরে জল্পনা তুঙ্গে
সংসদে দাঁড়িয়ে বাংলা ও বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বাংলার মালদহ, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তিনি। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের দাবি, এই পাঁচ জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য। কেন্দ্রশাসিত অঞ্চল না করা হলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না […]
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের বৈঠকের সম্ভাবনা। পাশাপাশি শনিবার একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রে খবর, শনিবার কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম […]
খসে পড়ল বিমানের ধাতব টুকরো, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার
আকাশ থেকে ধাতব টুকরো পড়ার আগেই ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহরিনের উদ্দেশে একটি বিমান রওনা দেয় ৷ যে আকাশ পথ দিয়ে সেটির যাওয়ার কথা ছিল তার কাছেই ওই ঘটনা ঘটে ৷ তারপরেই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই ধাতব অংশ বাহরিনগামী বিমানেরই ছিল ৷ সেটি আকাশে ওড়ার ২২ মিনিটেই জরুরি অবতরণ করানো হয় ৷ […]