এবার হ্যাক হয়ে গেল সুপ্রিমকোর্টের ইউটিউব চ্যানেল!

হ্যাক হয়ে গেল সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল । শুক্রবার সকাল থেকে সেই চ্যানেলে দেখা যাচ্ছে এক্সআরপি-র (XRP) ভিডিও যা আমেরিকার রিপল ল্যাবস সংস্থার তৈরি ক্রিপ্টোকারেন্সি। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে যেসব শুনানি হয়, এবং যে সব মামলায় জনস্বার্থ জড়িয়ে থাকে সেসব শুনানি ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। যেমন অতি সম্প্রতি আরজি কর ধর্ষণ ও খুন মামলার লাইভ সম্প্রচার হয়েছিল। শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলে পূর্বে সম্প্রচারিত ভিডিওগুলি ‘প্রাইভেট’ করে দিয়েছে হ্যাকাররা। এখন ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু এসইসিস ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ নামের একটি ভিডিও চলছে।

error: Content is protected !!