প্রজ্জ্বল রেভান্নার পর দাদা সূরজ রেভান্না ৷ যৌন হেনস্তার অভিযোগে শনিবার রাতে জনতা দল সেক্যুলারের বিধান পরিষদের সদস্য তথা এইচডি দেবেগৌড়ার আরেক নাতিকে গ্রেফতার করল পুলিশ ৷ সূত্রের খবর, তাঁকে হাসনের সিইএন থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে ৷ সূরজের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন আরাকালাগুরুর এক যুবক, যিনি দলের কর্মীও বটে ৷ তাঁর অভিযোগ. গত ১৬ জুন সন্ধ্যায় তালুকের ঘন্নিকাড়ায় ফার্মহাউসে তাঁকে যৌন হেনস্তা করেন সূরজ ৷ যুবকের সেই অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা এবং ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করে হোলেনারাসিপুরার পুলিশ ৷ শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতারের পর তদন্তের জন্য হাসানের সিইএন থানায় নিয়ে আসা হয় ৷ নিজের গাড়ি করে ফার্মহাউস থেকে তাঁকে থানায় নিয়ে আসা হয় ৷ থানায় যাওয়ার সময় সাংবাদিকদের সূরজ বলেন, “আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভুয়ো ৷ দেশের আইন ব্যবস্থার উপর ভরসা আছে ৷ পুলিশি তদন্তে সত্যটা বেরিয়ে আসবে ৷” তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই ধরনের অভিযোগ তোলা হয়েছে আমার বিরুদ্ধে ৷ মামলায় ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷” এফআইআরে অভিযোগকারী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের সময় তাঁর কাজ দেখে ফোন নম্বর চান এবং দেখা করার জন্য ফার্মহাউসে ডেকে পাঠান সূরজ ৷ ১৬ জুন সন্ধ্যায় সেখানে পৌঁছনোর পর ঘরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিতে বলেন জেডিএস নেতা ৷ এরপর সূরজ তাঁকে যৌন হেনস্তা করেন বলে দাবি অভিযোগকারীর ৷ তিনি জানান, রাজনীতিতে তাঁকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন সূরজ ৷ সেইসঙ্গে ঘটনার বিষয়ে কাউকে কিছু জানালে তাঁর বড় ক্ষতি হয়ে যাবে বলে হুমকিও দেন ৷ অভিযোগকারী আরও জানান, গত ১৭ জুন সূরজের বিশ্বস্ত শিবুকে মেসেজ করে পুরো ঘটনাটি জানান তিনি ৷ কিন্তু তিনিও তাঁকে হুমকি দেন এবং ২ কোটি টাকা এবং চাকরি করে দেওয়ার কথা জানান ৷ ১৯ জুন প্রাণভয়ে বেঙ্গালুরু ছেড়ে পালিয়ে যান অভিযোগকারী ৷ এরপর তিনি ডিজি’র সঙ্গে দেখা করে একটি লিখিত অভিযোগ করেন ৷
Related Posts
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সীতারাম ইয়েচুরি। জানা গিয়েছে, নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। বর্তমানে দিল্লির AIIMS হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন সিপিএমের সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সীতারাম ইয়েচুরি। সোমবার জ্বর বাড়লে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে নানারকম মেডিক্যাল পরীক্ষা […]
Pushpak: সফলভাবে অবতরণ করল রিইউজেবল লঞ্চ ভেহিকেল এলইএক্স-০৩
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) রবিবার ‘পুষ্পক’ নামে পুনঃব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (আরএলভি লেক্স-০৩) এর তৃতীয় অবতরণ সম্পন্ন করেছে। স্পেস এজেন্সির একটি বিবৃতি অনুসারে, কর্ণাটকের চিত্রদুর্গে অবস্থিত অ্যারোনটিক্যাল টেস্ট রেঞ্জ (এটিআর) সকাল সাড়ে সাতটায় এই পরীক্ষা করা হয়েছিল। ‘আরএলভি লেক্সে ইসরোর হ্যাটট্রিক! ইসরো ২৩ জুন, ২০২৪-এ পুনরায় ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকল (আরএলভি) ল্যান্ডিং এক্সপেরিমেন্ট (এলইএক্স) এ টানা […]
রাশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি
২২-তম ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে রুশ প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে সোমবার মস্কো সফর শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। দু’দিনের গুরুত্বপূর্ণ এই সফর ৮ এবং ৯ জুলাই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করছেন কূটনৈতিক মহল। গত পাঁচ বছরের মধ্যে এটি মোদির প্রথম রাশিয়া সফর এবং উল্লেখযোগ্যভাবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার […]