গুজরাতের সুরাতে শনিবার ভেঙে পড়েছিল একটি বহুতল ভবন। সেই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সেই বিল্ডিং ভেঙে পড়ার ১৭ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন আটকে আছে বলে জানা যাচ্ছে। তাঁদেরকে উদ্ধার করার জন্যে অভিযান জারি রয়েছে রবিবার সকালেও। জানা গিয়েছে, বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পৌঁছায় প্রায় সঙ্গে সঙ্গে। সুরাটের সচিন নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই গুজরাতের সুরাতে ভারী বৃষ্টি হচ্ছে। এরই মাঝে এই বিপর্যয় ঘটে। এদিকে উদ্ধার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই এক মহিলাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় গভীর রাতে। পরে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও সেখানে বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছেন সুরাতে পুলিশের কমিশনার অনুপস সিং গেহলট।
Related Posts
‘শুভেন্দু নতুন এসেছেন, বিজেপিকে বোঝেন না’, বিরোধী দলনেতাকে তুলোধোনা সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতির
সংখ্যালঘুদের সমর্থন নিয়ে করা মন্তব্যের করায় দলের অন্দরে আরও চাপে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেন, “শুভেন্দুর এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।” পাশাপাশি বিরোধী দলনেতাকে নব্য বিজেপির তকমাও লাগিয়ে দেন তিনি। বলেন, “শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন এসেছেন। তাই দলের নিয়ম জানেন না। বিজেপি সমর্কে জানতে হবে।” মাটির সঙ্গে বিরোধী […]
‘মানুষ টিএমসির দুর্নীতিতে ক্লান্ত’, জলপাইগুড়ি সভার আগে বাংলায় টুইটবার্তা প্রধানমন্ত্রী মোদির
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু প্রচারই নয়, শেষ […]
বিজেপি প্রার্থী দেবাশিস ধরের মামলা ফিরিয়ে দিল সুপ্রিমকোর্ট
বিজেপি প্রার্থী তথা প্রাক্তন IPS অফিসার দেবাশিস ধরের মামলা ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘আপনি সময় মতো ‘নো ডিউস’ সার্টিফিকেটের জন্য আবেদন জানাননি ! মনোনয়নপত্র বাতিলের মুহূর্তে আবেদন জানিয়েছেন। আপনি তো সাধারণ মানুষ নন, আইপিএস। নিয়ম কানুন জানার কথা ছিল’। নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হল মামলাকারীকে। একুশে বিধানসভার ভোটের সময়ে গুলি […]