গুজরাতের সুরাতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত সংখ্যা বেড়ে ৭, এখনও আটকে বহু

গুজরাতের সুরাতে শনিবার ভেঙে পড়েছিল একটি বহুতল ভবন। সেই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সেই বিল্ডিং ভেঙে পড়ার ১৭ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে আরও বেশ কয়েকজন আটকে আছে বলে জানা যাচ্ছে। তাঁদেরকে উদ্ধার করার জন্যে অভিযান জারি রয়েছে রবিবার সকালেও। জানা গিয়েছে, বিল্ডিং ভেঙে পড়ার খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পৌঁছায় প্রায় সঙ্গে সঙ্গে। সুরাটের সচিন নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই গুজরাতের সুরাতে ভারী বৃষ্টি হচ্ছে। এরই মাঝে এই বিপর্যয় ঘটে। এদিকে উদ্ধার অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই এক মহিলাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয় গভীর রাতে। পরে আরও চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এখনও সেখানে বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছেন সুরাতে পুলিশের কমিশনার অনুপস সিং গেহলট। 

error: Content is protected !!