সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছিলেন, যারা ভোট দিতে পারেনি তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ওই সমস্ত ভোটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই ঘোষণা মতোই পোর্টাল চালু করল বিজেপি। সোমবার রাতে এই পোর্টাল চালু করার বিষয়টি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পোর্টালের নাম দেওয়া হয়েছে ‘savedemocracywb.com’। পোর্টাল চালু করার পর শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আমি একটি পোর্টাল চালু করেছি। যেখানে প্রকৃত ভোটাররা তাদের নাম নথিভুক্ত করতে পারবে। ২০২৪- এর লোকসভা নির্বাচন এবং সম্প্রতি সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে যাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি তারা নিজেদের নাম এই পোর্টালে নিবন্ধন করতে পারবেন। সম্পূর্ণ গোপনীয়তা রাখা হবে।’
Related Posts
লমেট মাথায় পরে বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব
লমেট মাথায় বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব। একজন দায়িত্ববান জনপ্রতিনিধির মত তৈরি করলেন উদাহরণ। দেবের কথায়, “জনপ্রতিনিধিকেই প্রথম নিয়মটা মানতে হবে। জনপ্রতিনিধি যদি উদাহরণ তৈরি করতে না পারে, তাহলে কী হবে।” বাইকে থেকে বুথে ঢোকামাত্র দেবকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। থের মধ্যে হুইলচেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথা […]
সন্দেশখালির ঘটনায় বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এখনই কোনও রকম পদক্ষেপ নেওয়া যাবে না বলে সাফ জানাল হাইকোর্ট ৷ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ ৷ পাশাপাশি পিয়ালি দাসের মামলা বিচারপতি জয় সেনগুপ্তর রেগুলার বেঞ্চেই ফেরত পাঠালেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন, মামলার শুনানিতে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, শুক্রবার পর্যন্ত এই বিষয়ে নিম্ন আদালতে কোনও প্রক্রিয়া […]
মতুয়া গড়ে বিজেপিকে হারিয়ে জয়ী তৃণমূলের মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা
পারিবারিক বিবাদের জেরে ধরনা থেকে ভোটের লড়াইয়ে। প্রথমবার ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন ঠাকুরবাড়ির সদস্য তথা মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক হবেন সদ্য জয়ী এই প্রার্থী। উত্তর ২৪ পরগনার বাগদা মানেই মতুয়াগড়। গত বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস। পরবর্তীতে তিনি তৃণমূলে যোগ দেওয়ায় এই উপনির্বাচন। গত বিধানসভাই শুধু নয়, শেষ […]