আরজি করে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ড ও হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দিল বিজেপি। শুক্রবার দিনভর রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি ঘোষণা করল তারা। এমনকী নিহত চিকিৎসক সুবিচার না পাওয়া পর্যন্ত আরজি কর হাসপাতালের সামনে তারা ধরনায় বসবেন বলেও জানান তিনি।এদিন সুকান্তবাবু বলেন, ‘সুবিচারের দাবিতে আমরা শুক্রবার বেলা ১১টা থেকে আন্দোলন শুরু করব। দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত রাজ্যে অবরোধ কর্মসূচি পালন করব। সমস্ত স্তরের মানুষকে সেই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানাচ্ছি। এছাড়া আরজি করের সামনে আমাদের ধরনা চলবে। সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের ধরনা কর্মসূচি জারি থাকবে।’তিনি জানান, বিকেল ৪টেয় হাজরা মোড় থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপি। দরকারে স্বাস্থ্যভবন অভিযান কর্মসূচিও করা হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘দোষী তো উনি নিজে। আমাদের একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। দফা এক, দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বাংলার সমস্ত রাজনৈতিক দলকে বলব, কাল স্তব্ধ করুন বাংলা। বনধ ডেকে করুন, যে ভাবে পারেন করুন।’
Related Posts
অবশেষে দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি, মৌসুমী বায়ু প্রবেশ গাঙ্গেয় বঙ্গে
দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। কয়েক পশলা বৃষ্টিতে ইতিমধ্যেই ভিজেছে কলকাতা। আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবারের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ। এ সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি এখনই নয় দক্ষিণবঙ্গে। বরং রবিবারের পর বৃষ্টি […]
নবান্ন অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতায় ৩৪ টি রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ
মঙ্গলে ‘নবান্ন’ অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের ‘ছাত্র সমাজ’ নামক এক গোষ্ঠী। একই দিনে পড়েছে ইউজিসি নেট পরীক্ষা। এই আবহে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চলেছে নবান্ন চত্বর’কে। শুধু তাই নয়, যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা সেন্টারে পৌঁছাতে দেরি না হয় তার পুরো বন্দোবস্ত করে রেখেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এছাড়া কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে একাধিক বিধিনিষেধ জারি করেছে কেপি। রবিবার […]
স্কুলবাসে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ পরিবহণ দফতরের, বাধ্যতামূলক লোকেশন ট্র্যাকিং ডিভাইস
স্কুলের পুলকার এবং বাসের জন্য একগুচ্ছ নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতরের। সেই সঙ্গে স্কুলগুলির জন্য আসছে একাধিক নিয়ম। স্কুল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হল পরিবহণ, পুলিশ, শিক্ষা দফতর এবং অভিভাবকদের সঙ্গে বৈঠকে। স্কুল, অভিভাবক ও গাড়ি মালিকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে রাজ্য। গাড়ির মালিকদের জন্য নির্দেশিকা গাড়ির বৈধ কাগজ, ফিটনেস, লোকেশন […]