আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুরের ঘটনায় এবার কর্তব্যে গাফিলতি অভিযোগে ৩ পুলিশ আধিকারিককে সাসপেন্ড

রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনায় এবার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া তিনজন আধিকারিকের মধ্যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ শাকিবউদ্দিন সর্দার, রমেশ রায় চৌধুরী এবং একজন ইনস্পেক্টর রাজেশ। পাশাপাশি আরজি করে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করের তরুণী চিকিৎসক খুনের তদন্তভার পুলিশের থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর হয়। পরে সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা নেয়। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজি করে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ ওঠে। গত বুধবার রাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতও। এরপরই তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। 

error: Content is protected !!