রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনায় এবার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া তিনজন আধিকারিকের মধ্যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ শাকিবউদ্দিন সর্দার, রমেশ রায় চৌধুরী এবং একজন ইনস্পেক্টর রাজেশ। পাশাপাশি আরজি করে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করের তরুণী চিকিৎসক খুনের তদন্তভার পুলিশের থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর হয়। পরে সুপ্রিমকোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলা নেয়। আজ, মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজি করে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ ওঠে। গত বুধবার রাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতও। এরপরই তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল।
Related Posts
রাজ্যের নয়া কারামন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা
অখিল গিরিকে ইস্তফা দিতে হয়েছিল কারামন্ত্রীর পদ থেকে। এখন সেই পদের দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। আজ, বুধবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানো হয়েছে। সুতরাং বীরভূমের উপরই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের উপর রাখলেন না আস্থা। অখিল গিরির […]
পরপর সোনার দোকানে ডাকাতি, নয়া নির্দেশিকা লালবাজারের
একাধিক জায়গায় পর পর ডাকাতির ঘটনা ঘটে চলেছে । যদিও বেশ কয়েকটি জায়গায় পুলিশি তৎপরতায় সাফল্য পায়নি ডাকাত দল । তবে শহরতলির একাধিক জায়গায় পরপর একই রকমে ঘটনা ঘটনায় তৎপর হল লালবাজার ।জানা গিয়েছে, কলকাতা পুলিশের নগরপালের তরফে শহরের থানাগুলির অফিসার ইন-চার্জদের কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট নির্দেশিকাগুলি ডেপুটি কমিশনারদের কাছেও পাঠানো হয়েছে । […]
বুধবার রাজ্য জুড়ে ধর্মঘটের পথে চিকিৎসকরা
বুধবার রাজ্য জুড়ে সরকারি এবং বেসরকারি হাসপাতালে আউটডোর অথবা ওপিডি পরিষেবা বন্ধ রাখার ডাক দিল চিকিৎসকদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস৷ সিনিয়র চিকিৎসকরাও ওপিডি-তে রোগী দেখবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানান হয়েছে৷ শুধুমাত্র হাসপাতালে জরুরি পরিষেবাই দেবেন চিকিৎসকরা৷ জরুরি নয়, এমন কোনও পরিষেবাই দেবেন না চিকিৎসকরা৷ এ দিনই আর জি কর কাণ্ডে […]