গভীর রাতে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ৩৫ কিলোমিটার দূরে চামে গেট এলাকায় সেনাবাহিনীর গাড়ি দাঁড় করিয়ে লুটপাট চালায় একদল দুষ্কৃতী। শুধু তাই নয় গান পয়েন্টে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে ট্রেনি এক সেনা অফিসারের বান্ধবীকে।ইন্দোরের ওই এলাকায় রয়েছে সেনাবাহিনীর বড় ব্যারাক। রাতে ট্রেনি সেনা অফিসাররা বান্ধবীদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। পাহাড় ঘেরা চামে গেট এলাকায় জাতীয় সড়কের উপর তাঁদের গাড়ি আটকায় একদল দুষ্কৃতী। দুই সেনা অফিসারকে গাড়ি থেকে নামিয়ে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। চোখের সামনেই এক অফিসারের বান্ধবীকে গণধর্ষণও করা হয়।সূত্রের খবর, এক ট্রেনি সেনা অফিসার কোনওমতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনার কথা জানাতে সক্ষম হন। খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও ততক্ষণে চম্পট দেয় অভিযুক্তরা।রাতেই চারটি থানার পুলিশ বিস্তীর্ণ জঙ্গল এলাকা ঘুরে তল্লাশি শুরু করে। দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করতে দেখে সন্দেহভাজন ব্যক্তিদের তুলে নিয়ে যায় পুলিশ। ধৃতরা স্থানীয় বাসিন্দা নয় বলেই জানা গিয়েছে।সেনা অফিসারদের অভিযোগ, ছ’জন দুষ্কৃতী তাঁদের গাড়ি আটকায়। তারা প্রথমে ১০ লক্ষ টাকা দাবি করে। এরপর তাঁদের মারধর করে। বান্ধবীরা ছিল দুষ্কৃতীদের টার্গেটে। সেনা অফিসারদের বেধড়ক মারধর করে এক বান্ধবীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তারপর লুট করে নেওয়া হয় তাঁদের যাবতীয় জিনিসপত্র।
Related Posts
দিল্লি, গুরুগ্রাম, নয়ডাতে সিবিআই তল্লাশি, সাইবার প্রতারণা চক্রের তদন্তে গ্রেফতার ৪৩
সাইবার ক্রাইম সংক্রান্ত তদন্ত চালাচ্ছিল সিবিআই । ২০২২ সালে চক্র ৩-এর মাধ্যমে সাইবার ক্রাইমের মাধ্যমে যে আর্থিক প্রতারণা চক্রগুলি দেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিদেশেও জাল ছড়াচ্ছে সেগুলির বন্ধ করতেই এই অপারেশন চালু হয়। এদিন সেই তদন্তের জন্যই দিল্লি লাগোয়া বিভিন্ন রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় তল্লাশি অভিযান হয়। আর তাতেই হদিশ মিলল একাধিক সংস্থা কল সেন্টারের নামে প্রতারণা […]
মুম্বইয়ের বিএমডব্লিউকাণ্ডে অভিযুক্ত শিন্ডেসেনা নেতার পুত্র মিহির গ্রেফতার
মুম্বইয়ে বেপরোয়া বিএমডব্লিউকাণ্ডের মূল অভিযুক্ত মিহির শাহকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে ঠাণের শাহপুর এলাকা থেকে শিন্ডেসেনার নেতা রাজেশ শাহের পুত্র মিহিরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ‘হিট অ্যান্ড রান’ কাণ্ডের প্রায় ৭২ ঘণ্টা পরে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হল। রবিবার ভোরে স্ত্রী কাবেরীকে নিয়ে সুসান ডকে ব্যবসার জন্য মাছ কিনতে গিয়েছিলেন […]
একটানা ভারী বৃষ্টির জেরে কেরলে ভয়াবহ ভূমিধস, মৃত ২৪, নিখোঁজ বহু
একটানা বর্ষণের জেরে কেরলের ভয়াবহ ভূমিধস নামে। ভয়াবহ ভূমিধসের জেরে মৃত্যু হয়েছে ২৪ জনের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান। সেই সঙ্গে বহু মানুষ আটকে রয়েছেন ভূমিধ্বসের জেরে। ফলে একটানা বৃষ্টির জেরে দক্ষিণের এই রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়েনাড়ের মেপ্পাডি, মুন্ডাক্কাই, চূরাল মালা জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কেরল নিয়ে আশঙ্কা ক্রমশ […]