১৮৮টি বিদ্যালয় বন্ধ করে দিচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার। বেশির ভাগই জনজাতি অধ্যুষিত অঞ্চলের। সরকারের তরফে জানানো হয়েছে, এই সব বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কম। তাই আশেপাশের এলাকার অন্যান্য বিদ্যালয়ের সঙ্গে এই বিদ্যালয় গুলিকে মিশিয়ে দেওয়া হবে। এর আগে আরও কিছু বিদ্যালয়কে ‘একত্রীকরণ’ করা হয়েছে। ১২৫টি নামী বিদ্যালয় তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যাজ্যোতি প্রকল্পের হাতে। তাতে পরীক্ষার ফলের মান কমে গিয়েছে। বিদ্যালয় তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে এসএফআই সহ বিভিন্ন বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাটাকেই ধ্বংস করে দিতে চাইছে বিজেপি সরকার। শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। ভবিষ্যতে বড়সড় ছাত্র আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
Related Posts
রাম নবমীতে অযোধ্যার রামলালার দর্শনে বিশেষ নির্দেশিকা জারি
আগামী ১৭ এপ্রিল রাম নবমী। উত্তরপ্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে অভিষেকের পর প্রথমবার রাম নবমীতে পূজিত হবেন রামলালা । মন্দিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এদিন মন্দিরে ভক্ত সংখ্যা যে কী সাংঘাতিক হতে চলেছে তা অনুমান করে আগে থেকেই নিরাপত্তার বিষয়ে ব্যবস্থাপনা শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রথমবার অযোধ্যার রাম মন্দিরে […]
আগামীকাল আরজিকর মামলার শুনানি স্থগিত সুপ্রিমকোর্টে! বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ
আগামীকাল দেশের শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সব পক্ষের নজর ছিল সেদিকেই। বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্থগিত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানি ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ নাও বসতে পারে। আর সেই কারণেই পিছিয়ে […]
এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য যোগ দিলেন বিজেপিতে
বিতর্ক তৈরি হয়েছিল বিচারপতি রোহিত আর্য-এর অনেক মন্তব্য ঘিরে। অনেকে তাঁকে মধ্যপ্রদেশের ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়’ বলেন। এবার মধ্যপ্রদেশ হাইকোর্টের সেই প্রাক্তন বিচারপতি রোহিত আর্য যোগ দিলেন বিজেপিতে। শনিবার ভোপালে সে রাজ্যের সভাপতির হাত ধরে বিজেপির সদস্যপদ নেন রোহিত। তবে পদত্যাগ করে রাজনীতিতে আসেননি তিনি। অবসর নেওয়ার দু’মাস পরে তিনি রাজনীতিতে যোগ দিলেন।