ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে অস্ত্র পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ এবং বহরমপুর থানার যৌথ অভিযানে গ্রেপ্তার হল আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের দুই কিং পিন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের নাম- আহাদ আলী মল্লিক এবং ইয়াকুব শেখ। ধৃত দুই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চার রাউন্ড গুলি, পাঁচটি দেশি বন্দুক এবং একটি নাইন এমএম পিস্তল। জেলা পুলিশের এক আধিকারিক জানান, এসটিএফ এবং বহরমপুর থানার অফিসাররা শনিবার রাতে বহরমপুর থানার অন্তর্গত মানকরা এলাকায় একটি হোটেলের কাছে অভিযান চালায়। সেখানেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। ধৃত ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্রে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি। ধৃত ব্যক্তিদের বহরমপুর আদালতে পেশ করা হলে তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে কোর্ট। পুলিশ জানিয়েছে, বেলডাঙার বাসিন্দা আহাদ আলি মল্লিক সম্প্রতি ঝাড়খণ্ডে একটি বড় অস্ত্র পাচার চক্রের সঙ্গে যোগাযোগ করে। এরপর সেখান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে ইয়াকুব শেখের হাতে সেগুলো তুলে দিতে আসছিল বলে জানা গিয়েছে।
Related Posts
গত ৩-৪ দিন ধরে বৃষ্টি নেই ঝাড়খণ্ডে, তবুও ডিভিসি থেকে জল ছাড়া অব্যাহত, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৃত্যু বেড়ে ২৮, ক্ষুব্ধ মমতা
দক্ষিণবঙ্গে বৃষ্টি আর নেই। ঝাড়খণ্ডেও গত ৩-৪ দিন ধরে বর্ষণ বন্ধ। দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও আগের থেকে কমেছে। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বৃহস্পতিবার। বিশেষ করে হুগলি ও হাওড়া জেলার নিম্ন দামোদর অববাহিকা (হুগলির আরামবাগ মহকুমা, হাওড়ার আমতা-উদয়নারায়ণপুর) ও দুই মেদিনীপুরে ঘাটাল, পাঁশকুড়া সহ বিভিন্ন এলাকার হাল […]
‘দরকারে মেরে দাও, দাদার নির্দেশ কলাগাছের মতো কেটে ফেলতে হবে’, এবার ভাইরাল সন্দেশখালির অডিও
বছরের শুরু থেকেই উত্তাল সন্দেশখালি। জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ সামনে আসে। এই ইস্যুতে ভোটের মরশুমে তৃণমূলকে কোণঠাসা করার চেষ্টা চালিয়েছে বিজেপি। এর মাঝেই উলটো হাওয়া বইতে শুরু করে। মে মাসের শুরুতেই পর পর দুটি ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল দাবি করতে শুরু করে, সমস্ত অভিযোগ বিজেপির সাজানো। এর মাঝেই আরেকটি […]
তৃণমূল তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে হুমকির অভিযোগে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার ইঞ্জিনিয়ার
মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোনে গালাগালি করা এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম মহম্মদ আসানুজ্জামান। পেশায় ইঞ্জিনিয়ার বছর তিরিশের ওই যুবকের বাড়ি ঝাড়খণ্ডের ইসলামপুর এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, ‘ধৃত যুবক কী উদ্দেশ্যে এই কাজ […]