১৮ জুনের UGC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠতেই বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক

১৮ জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷ গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ সেই পরীক্ষাই বাতিল করা হল৷ নতুন করে আবার কবে পরীক্ষা নেওয়া হবে, তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট৷ এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়৷ প্রাথমিক ভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ দেশের বিভিন্ন শহরে গতকাল নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ এর আগে নিট-ইউজি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে৷ বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে৷ এ দিন শিক্ষা মন্ত্রক যে বিবৃতি দিয়েছে, সেখানেও দাবি করা হয়েছে, নিট পরীক্ষার ক্ষেত্রেও যে অনিয়মের অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে যখাযথ ব্যবস্থা গ্রহণ করে এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে৷

error: Content is protected !!