১৮ জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷ গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ সেই পরীক্ষাই বাতিল করা হল৷ নতুন করে আবার কবে পরীক্ষা নেওয়া হবে, তার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল নেট পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে সূত্র মারফত খবর পায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের থ্রেট অ্যানালেটিক্স ইউনিট৷ এর পরই বিষয়টি ইউজিসি-কে জানানো হয়৷ প্রাথমিক ভাবে অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ দেশের বিভিন্ন শহরে গতকাল নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ এর আগে নিট-ইউজি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের মতো গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে৷ বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারকে৷ এ দিন শিক্ষা মন্ত্রক যে বিবৃতি দিয়েছে, সেখানেও দাবি করা হয়েছে, নিট পরীক্ষার ক্ষেত্রেও যে অনিয়মের অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে যখাযথ ব্যবস্থা গ্রহণ করে এই অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে৷
Related Posts
হরিয়ানায় মেডিক্যাল কলজের ছাত্রীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার সহপাঠী
ফের এক মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতন। এবার ঘটনাস্থল হরিয়ানায় রোহতক। সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের দন্ত চিকিৎসা বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট। রোহতক পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে FIR দায়ের […]
উত্তরপ্রদেশের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮০ পড়ুয়ারা
উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং […]
কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৩ তীর্থযাত্রী
পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলায় ব্যাডগি তালুকের গুন্দেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । এদিন একটি টেম্পো ট্রাভেলার (টিটি) গাড়ি গুন্দেনাহাল্লি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ৷ ঘটনায় দুই শিশু-সহ 13 জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, নিহতরা শিবমোগা জেলার ভদ্রাবতী […]