গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বইয়ের বেশির ভাগ অংশ। কিন্তু বৃষ্টির হাত থেকে এখন কোনও নিস্তার নেই তা জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। বরং বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। আর তাতেই চিন্তা বেড়েছে মুম্বইবাসীর। এমনিতেই বেশির ভাগ এলাকায় জল নামেনি, তার মধ্যে আবার ভারী বৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ত্রস্ত তাঁরা। মুম্বই এবং ঠাণে— এই দুই জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এর পাশাপাশি, জলোচ্ছ্বাসের আশঙ্কায় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রায় ৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মুম্বই এবং ঠাণে ছাড়াও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পালঘর, রায়গড়, রত্নগিরি, সিন্ধুদুর্গ জেলা এবং কোঙ্কন অঞ্চলেও। বৃষ্টির জেরে প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও। মুম্বই থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন দেরিতে চলছে। কিছু ট্রেনের আবার সময় বদলানো হয়েছে। রবিবার সকালে মুম্বই বিমানবন্দরের সামনে, আন্ধেরি সাবওয়ে, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আজ মৌসম ভবন মুম্বইয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে। ভারি বৃষ্টিতে আরও দুর্ভোগ বাড়তে পারে বাণিজ্য নগরীতে।
Related Posts
রাজস্থানের কোটায় ১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার, গ্রেপ্তার ৬
১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার। তাকে প্রথমে বিবস্ত্র করা হয়। এরপর উলঙ্গ অবস্থায় নাচ করতে বাধ্য করে একদল ব্যক্তি। নাচতে নাচতে তাকে হাসতেও জোর করে তারা। কারণ, অভিযুক্তদের সন্দেহ হয়েছিল, ওই দলিত নাবালক তার চুরি করেছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। শনিবার রাতেই ঘটনাটি নজরে […]
বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে থেকেই গ্রেফতার যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পুলিশ সূত্রে খবর, এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে বলে ৷ মেডিক্য়াল পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রেভান্নাকে গ্রেফতার করে […]
কেন্দ্রীয় সংস্থার অব্যবহারের অভিযোগ, সংসদের বাইরে প্রতিবাদে বিরোধীরা
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির নেতৃত্বে সংসদের বাইরে প্রতিবাদ ও বিক্ষোভ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা ৷ কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে অপব্যবহার করার অভিযোগে এই প্রতিবাদ বিরোধীদের ৷ বেশ কয়েকজন সাংসদকে হাতে প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে ৷ যেখানে লেখা ছিল, “বিরোধীদের চুপ করাতে এজেন্সির অপব্যবহার বন্ধ করা হোক ৷” সংসদ ভবনের মকর দুয়ারের বাইরে বিক্ষোভে […]