ফের মহারাষ্ট্রে গাড়ির ধাক্কায় মৃত্যু মহিলা পথচারীর, পলাতক চালক

ফের সেই মহারাষ্ট্র। পুণে, মুম্বইয়ের পর এ বার নাসিকে পথচারীকে চাপা দিয়ে পালাল একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। মঙ্গলবার নাসিকের গঙ্গাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বৈশালী শিন্ডে নামে এক মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে একটি গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, ১৫-২০ মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন মহিলা। গাড়িটি মহিলাকে ধাক্কা মারার ঠিক আগেই তাঁকে টেনে সরিয়ে আনার চেষ্টা করেন এক পথচারী। কিন্তু শেষরক্ষা হয়নি। মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু মহিলাকে বাঁচানো যায়নি। সেই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দুর্ঘটনার ছবি ধরা পড়েছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হলেও গাড়ির চালক পলাতক।

error: Content is protected !!