ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ। দু’জনকেই ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল। মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও। হামলার ঘটনার তদন্তে ৩ জন গ্রামবাসীকেও নোটিস দিয়েছে পুলিশ। ৩ দিনের মধ্যে তাঁদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
Related Posts
গৃহবধূর শ্লীলতাহানি, স্বামীকেও মারধরের অভিযোগ, কান্দিতে গ্রেপ্তার বিজেপি নেতা সৌমেন দাসে
মুর্শিদাবাদের কান্দি শহরে এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল কান্দি শহর বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি সৌমেন দাসের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কান্দি থানার পুলিশ। রবিবার তাকে কান্দি মহকুমা আদালতে পেশ করলে বিচারক তার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, কান্দি শহরের বাগদান এলাকার এক গৃহবধূ, বিজেপি নেতা সৌমেন দাসের বিরুদ্ধে […]
আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুজো অনুদান প্রত্যাখ্যান উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ ক্লাবের
আরজি কর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় নানা স্তরে প্রতিবাদ চলছে। এ বার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিল হুগলির একটি ক্লাব। সমাজমাধ্যমে অন্যদেরও অনুদান না-নিতে আবেদন জানাচ্ছে উত্তরপাড়ার শক্তি সঙ্ঘ। সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা প্রত্যাখ্যান করে তাদের বার্তা, ‘মেয়ের বিচার দিন, মায়ের পুজো নিজেরা বুঝে নেব।’ তৃণমূল […]
ভোটের আগের রাতে বসিরহাটে উদ্ধার ২২ লক্ষ টাকার জালনোট, ধৃত ৮
বসিরহাট কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সেখানে লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে বসিরহাটের বর্ণালিপাড়া এলাকায় একটি বহুতল আবাসনে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয় ২২ লক্ষ টাকারও বেশি জাল টাকা। সঙ্গে উদ্ধার হয় নকল সোনার বাট, কালার প্রিন্টার, টাকা ছাপানোর কাগজ। আট জনকে গ্রেপ্তার করেছে […]