রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়। রাজ্যপালের সিসিটিভি ফুটেজের পালটা সিসিটিভি ফুটেজ হাতিয়ার কলকাতা পুলিসের। ২ মে রাজভবনের সিঁড়ি দিয়ে কাঁদতে কাঁদতে নেমে আসছেন অভিযোগকারিণী। কলকাতা পুলিশের হাতে এসেছে সেই সিসিটিভি ফুটেজ। দাবি পুলিশ সূত্রের। পুলিশের হাতে যে ফুটেজ এসেছে সেটা বিকেল ৫.১৫ মিনিটের। যেখানে তাঁকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে। এরপর সেখান থেকে ওই তরুণী স্পেশাল সেক্রেটারির চেম্বারে যান। সেখানে একজন চিকিৎসক ছিলেন। তিনি তাঁকে কাঁদতে-কাঁপতে দেখে আশ্বস্ত করার চেষ্টা করেন। সেখানে ১০ মিনিট ছিলেন। এরপর সেখান থেকে বেরিয়ে ওই তরুণী ওসি রাজভবনের ঘরের দিকে যান। উল্লেখ্য, গতকালই “সচ কা সামনা” বলে একটি অনুষ্ঠান ঘোষণা করে ২ মে, যেদিন ওই ঘটনা ঘটে বলে অভিযোগ, সেদিনের ১ ঘণ্টা ৯ মিনিটের (বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যে ৬টা ৪০-এর) সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আনে রাজভবন। তবে সেই সিসিটিভি ফুটেজ মূলত রাজভবনের মেইন গেটের পুলিশের আউটপোস্ট সংলগ্ন দুটো সিসিটিভির। যেখানে অভিযোগকারিণী রাজভবনের দিক থেকে হেঁটে ওসি রাজভবনের ও অতিরিক্ত চেম্বারে কখন ঢুকছেন তা দেখানো হয়। সেখানে যদিও তরুণীর কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নেমে আসার এই ফুটেজটি দেখানো হয়নি।
Related Posts
ডিভিসির রেকর্ড জল ছাড়া নিয়ে ফের প্রধানমন্ত্রী মোদিকে চিঠি মুখ্যমন্ত্রীর
ডিভিসির জল ছাড়া নিয়ে তুঙ্গে রাজ্য-কেন্দ্র সংঘাত। শনিবার ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার পাতার ওই চিঠিতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবিকে নস্যাৎ করেছেন তিনি। রাজ্যকে কার্যত অন্ধকারে রেখে ডিভিসি জল ছাড়ে বলেই দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় এবার চার পাতার একটি চিঠি লেখেন। তিনি চিঠিতে দাবি করেন, “জলশক্তি মন্ত্রকের চিঠির পরিপ্রেক্ষিতে আমি এই […]
Cyclone Remal: শক্তি বাড়ছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমল, ভোর থেকেই শুরু বৃষ্টি
আজ, রবিবার ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়েছে ৷ বেলা যত গড়াবে বৃষ্টির পরিমাণও বাড়বে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে যাবে ঘূর্ণিঝড়টি। সব ঠিকঠাক চললে রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তা মধ্যরাতে আছড়ে পড়বে স্থলভাগে।তখন তার গতি থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। তবে এই সর্বোচ্চ গতি থাকবে […]
‘উচ্ছেদ লক্ষ্য নয়, এক হকারের একটিই জায়গা, নির্দিষ্ট জোন হবে’, পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্য জুড়ে ‘দখল’ মুক্তি অভিযানের মাঝেই বৃহস্পতিবার প্রশাসনিক কর্তাদের নিয়ে ফের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হকারদের নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। উচ্ছেদ লক্ষ্য নয়, তবে একজন হকার একটিই জায়গাই পাবেন, একটি সিস্টেম মেনে হকারদের রাখা হবে বলে জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, নির্দিষ্ট জোন করে দেওয়া হোক হকারদের। একই টাইপের স্টল করে […]