এবার থেকে ASL নিরাপত্তা বেষ্টনী বলয়ে মোহন ভাগবত। নিরাপত্তা আরও জোরদার করা হল মোহন ভাগবতের। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সমতুল্য এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের নিরাপত্তা ব্যবস্থা করা হল। ভাগবত এতদিন জেড প্লাস নিরাপত্তা পেতেন। এখন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে নিরাপত্তা বলয় পান, সেই নিরাপত্তা পাবেন তিনি। এমনই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক বলে খবর। আগে মোহন ভাগবতকে ঘিরে থাকত ৫৫ জন সিআইএসএফ কমান্ডো। আর এবার ASL নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবেন মোহন ভাগবত। এখন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান আধাসেনার বদলে মোহন ভাগবতের নিরাপত্তার দায়িত্ব পেল জাতীয় সুরক্ষা দল। হেলিকপ্টার যাত্রার সময়ও আকাশপথে তাঁর নিরাপত্তার দায়িত্ব থাকবে তারাই বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর। বেশ কয়েকটি ইসলামিক ও অন্যান্য সংগঠন তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। তারপরেই তড়িঘড়ি ভাগবতের নিরাপত্তা আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
Related Posts
টানা বৃষ্টির জেরে মাঝরাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধস, মৃত কমপক্ষে ৪
টানা বৃষ্টির জেরে ধস এবং তার ফলে মৃত্যুমিছিল যেন সারা দেশের চেনা চিত্র হয়ে উঠেছে। মাত্র কিছুদিন আগেই আতঙ্কের অপর নাম ছিল ওয়ানাড়। এবার ঘটনাস্থল উত্তরাখণ্ড। ধসের জেরে কেদার ও বদ্রীর একাধিক রুটে বিপর্যস্ত পরিষেবা। গতকাল, বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিট নাগাদ প্রবল বৃষ্টির জেরে হঠাৎই ধস নামে রুদ্রপ্রয়াগ জেলার ফাটা এলাকায়। যার জেরে মৃত্যু […]
জম্মু-কাশ্মীরের ডোডায় ২০০ ফুট গভীর খাদে পড়ল বাস, মৃত ২, আহত ২৫
জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। অন্ততপক্ষে দুইজনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। জানা গিয়েছে, রাস্তা থেকে ছিটকে গিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ। এরপর আসে উদ্ধারকারী দল। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা […]
দিল্লিতে তৈরি হবে কেদারনাথ! একথা শুনে ক্ষুব্ধ শঙ্করাচার্য
বহুদিনের আয়োজনের পর মানুষ কেদারনাথে যান। তবে এবার নাকি দিল্লিতেই দর্শন হবে কেদারনাথের! পুষ্কর সিং ধামী বুধবার ঘোষণা করেছেন, এবার দেশের রাজধানীতেই কেদারনাথ দর্শন সম্পন্ন হবে। দিল্লির বুরারিতে ৩ একর জমির ওপর তৈরি করছে কেদারনাথ দিল্লি ধাম ট্রাস্ট। তবে একথা শুনে প্রবল ক্ষুব্ধ শঙ্করাচার্য। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন গোটা বিষয়টি নিয়ে। […]