নিজেদের ঘরের মাঠেই ধরাশায়ী হলেন শুভমান গিলরা। মাত্র ৯০ রানের টার্গেট অনায়াসেই তুলে দিল দিল্লি ক্যাপিটালস। বড় ব্যবধানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও অনেকখানি উপরের দিকে উঠে এল ঋষভ পন্থের দল। চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই দুই দলই। যদিও আগের ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়ে বুধবার খেলতে নেমেছিল দিল্লি আর গুজরাত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পন্থ। প্রথম ওভার থেকেই দিল্লি বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন সাই সুদর্শনরা। পুরো ২০ ওভারও টিকতে পারেনি গুজরাটের ইনিংস। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পন্থ। প্রথম ওভার থেকেই দিল্লি বোলিংয়ের সামনে দিশেহারা হয়ে পড়েন সাই সুদর্শনরা। পুরো ২০ ওভারও টিকতে পারেনি গুজরাতের ইনিংস। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান গুজরাত অধিনায়ক শুভমান। দুই ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ঋদ্ধিমান সাহা। পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে গুজরাত ব্যাটিং। বাধ্য হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাটার শাহরুখ খানকেও নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। তাতেও আটকায়নি ব্যাটিং বিপর্যয়। তবে হতশ্রী ব্যাটিংয়ের মধ্যেও একা কুম্ভ হয়ে লড়াই করলেন রশিদ খান। আফগানের ব্যাট থেকে এল মহামূল্যবান ৩১। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ৮৯ রানে অলআউট গুজরাত। এদিন বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাংলার মুকেশ কুমার। মাত্র ২.৩ ওভার বল করে ১৪ রান দিয়ে তাঁর ঝুলিতে তিন উইকেট। ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি দিল্লিকে। প্রথম ওভারেই ১২ রান তুলে চাপ হালকা করে দিয়েছিলেন জেক ফ্রেজার। তবে আগ্রাসী মেজাজে রান তুলতে গিয়ে উইকেট ছুড়ে দেন দিল্লির অনেক ব্যাটারই। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি পন্থের মুখেই। ক্রিজে থেকে দলকে জিতিয়ে ফিরলেন তিনি। ৬৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলেও বিরাট উন্নতি হল দিল্লির।
Related Posts
স্বাধীনতা দিবসে অলিম্পিয়ানদের বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর
প্যারিস অলিম্পিকের পালা শেষ। ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। অ্যাথলিটদের থেকে আরও বেশি মেডেল আশা করেছিল দেশবাসী। তবুও বিদেশের মাটিতে দেশের হয়ে লড়াই করেছেন তাঁরা। অলিম্পিক থেকে পদক না পেলেও সবাই যে চ্যাম্পিয়ন, সে কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৮তম স্বাধীনতা দিবসে যে তিনি প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন, তা আগেই […]
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
এ-গ্রুপের চারটি ম্যাচের মধ্যে ৩টিতে জয় তুলে নেয় ভারত। টিম ইন্ডিয়ার ১টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডের যোগ্যতা অর্জন করে ভারত। রোহিত শর্মারা সুপার এইট রাউন্ডের প্রথম ম্যাচে হারিয়ে দেন আফগানিস্তানকে। পরে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে ভারত উড়িয়ে দেয় বাংলাদেশকে। এবার সুপার এইট রাউন্ডের তৃতীয় তথা শেষ ম্যাচে […]
ইতিহাস সৃষ্টি করলেন বিনেশ ফোগাট, অলিম্পিক ফাইনালে উঠলেন প্রথম মহিলা, নিশ্চিতের পথে ভারতের পদক
ভারতের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে ইতিহাস বিনেশ ফোগাটের। সেমিফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন। এ বার অলিম্পিক পদকও নিশ্চিত করলেন। সোনার সম্ভাবনা উজ্জ্বল বিনেশের সৌজন্যে। যে ফর্মে রয়েছেন তাতে এমন প্রত্যাশা রাখাই যায়। টোকিও অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এতটা পথ এসেছিলেন বিনেশ। এমন এক প্রতিপক্ষ যিনি টানা ৮২ ম্যাচ জিতে নেমেছিলেন। তাঁকেও হারিয়ে দিয়েছেন বিনেশ ফোগাট। ৫০ […]