পঞ্জাবে ভয়াবহ রেল দুর্ঘটনা, মালগাড়ির উপর উঠে গেল আরেকটি মালগাড়ি, আহত ২

রবিবার ভোররাতে পঞ্জাবে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা । অমৃতসর-দিল্লি রেললাইনের ফতেগড় সাহেবের কাছে দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। এর ফলে উল্টে যায় একটি মালগাড়ি। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে মালগাড়ির উপর উঠে গিয়েছে আরেকটি মালগাড়ি। ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছেছে। ট্রেন দু’টিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, সিগন্যালিংয়ের কোনও সমস্যা বা ভুল সিগন্যালের কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সমস্ত বিষয় খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

error: Content is protected !!