পশ্চিমবঙ্গের আদালত সম্পর্কে CBI-এর মন্তব্য দুর্ভাগ্যজনক, সিবিআইকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বাংলার আদালত সম্পর্কে সিবিআই-এর মন্তব্য দুর্ভাগ্যজনক। সুপ্রিম ভর্ৎসনার মুখে আবেদন সংশোধনের প্রস্তাব সিবিআই-এর। আবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের। ভোট পরবর্তী হিংসার মামলাগুলি পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরানোর আবেদন করতে গিয়ে রাজ্যের আদালত সম্পর্কে সিবিআই-এর মন্তব্য সমালোচিত। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতির অগাস্টিন জর্জ মাসির তীব্র সমালোচনার মুখে সেই আবেদন প্রত্যাহার অতিরিক্ত সলিসিটর জেনারেল এসপি রাজুর। মামলা অন্যত্র বদলির জন্য আপনারা কি যুক্তি দিলেন? পশ্চিমবঙ্গের সব আদালতের পরিবেশ প্রতিকূল? সর্বত্র আইন না মেনে জামিন দেওয়ার অভিযোগ আনলেন? এমন অভিযোগ আদতে এটাই বলে যে, ওই রাজ্যের বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ। মামলা গ্রহণ করেই মন্তব্য বিচারপতি ওকার। মামলার বয়ানে কিছু ত্রুটি থেকে গিয়েছে। আমরা আবেদনটি সংশোধন করে নেব। রাজুর এই প্রস্তাবে সাড়া দিল না আদালত। ধরে নিন, এই আবেদনে আমরা অনুমোদন দিলাম। তার অর্থ দাঁড়াবে, পশ্চিমবঙ্গের সব আদালতের পরিবেশ প্রতিকূল। আদালতগুলি সঠিকভাবে চলছে না। আপনাদের অফিসাররা বিচার বিভাগীয় সব অফিসারকে বা কোনও রাজ্যকেও পছন্দ না করতে পারেন, কিন্তু সম্পূর্ণ বিচারব্যবস্থা সেখানে সঠিকভাবে চলছে না, এটা বলা যায় না। সেখানকার সব জেলা, দায়রা ও ফৌজদারি বিচারকরা এই অভিযোগের জবাব দেওয়ার জন্য এখানে আসতে পারবেন না। অভিযোগ খন্ডনের সুযোগ পাবেন না। মন্তব্য বিচারপতি ওকার।

error: Content is protected !!