বাংলার আদালত সম্পর্কে সিবিআই-এর মন্তব্য দুর্ভাগ্যজনক। সুপ্রিম ভর্ৎসনার মুখে আবেদন সংশোধনের প্রস্তাব সিবিআই-এর। আবেদন প্রত্যাহারের নির্দেশ আদালতের। ভোট পরবর্তী হিংসার মামলাগুলি পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র সরানোর আবেদন করতে গিয়ে রাজ্যের আদালত সম্পর্কে সিবিআই-এর মন্তব্য সমালোচিত। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতির অগাস্টিন জর্জ মাসির তীব্র সমালোচনার মুখে সেই আবেদন প্রত্যাহার অতিরিক্ত সলিসিটর জেনারেল এসপি রাজুর। মামলা অন্যত্র বদলির জন্য আপনারা কি যুক্তি দিলেন? পশ্চিমবঙ্গের সব আদালতের পরিবেশ প্রতিকূল? সর্বত্র আইন না মেনে জামিন দেওয়ার অভিযোগ আনলেন? এমন অভিযোগ আদতে এটাই বলে যে, ওই রাজ্যের বিচার ব্যবস্থার পরিবেশ সম্পূর্ণ প্রতিকূল বা শত্রুতাপূর্ণ। মামলা গ্রহণ করেই মন্তব্য বিচারপতি ওকার। মামলার বয়ানে কিছু ত্রুটি থেকে গিয়েছে। আমরা আবেদনটি সংশোধন করে নেব। রাজুর এই প্রস্তাবে সাড়া দিল না আদালত। ধরে নিন, এই আবেদনে আমরা অনুমোদন দিলাম। তার অর্থ দাঁড়াবে, পশ্চিমবঙ্গের সব আদালতের পরিবেশ প্রতিকূল। আদালতগুলি সঠিকভাবে চলছে না। আপনাদের অফিসাররা বিচার বিভাগীয় সব অফিসারকে বা কোনও রাজ্যকেও পছন্দ না করতে পারেন, কিন্তু সম্পূর্ণ বিচারব্যবস্থা সেখানে সঠিকভাবে চলছে না, এটা বলা যায় না। সেখানকার সব জেলা, দায়রা ও ফৌজদারি বিচারকরা এই অভিযোগের জবাব দেওয়ার জন্য এখানে আসতে পারবেন না। অভিযোগ খন্ডনের সুযোগ পাবেন না। মন্তব্য বিচারপতি ওকার।
Related Posts
ফের হাসপাতালে লালকৃষ্ণ আডবাণী
আবার হাসপাতালে ভর্তি লালকৃষ্ণ আডবাণী। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার একদিন পরেই ফের ভর্তি হলেন প্রবীন বিজেপি নেতা। সূত্রের খবর, দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। তবে চিকিৎসকদের মতে, আপাতত স্থিতিশীল রয়েছেন বর্ষীয়ান নেতা। সূত্রে খবর, আজ আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মূলত বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই বিগত কয়েকদিন ধরে ভুগছেন […]
উত্তরপ্রদেশে বহুতল আবাসনে ধস, মৃত ৩ শিশু সহ ১০
ভারি বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল আবাসন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন কমপক্ষে দশজন। আহত একাধিক। জীবিত অবস্থায় উদ্ধার শুধুমাত্র পাঁচজন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে। শনিবার রাতে তুমুল বৃষ্টি চলাকালীন জাকির কলোনির একটি চারতলা আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় আবাসনটিতে অনেকেই ছিলেন। তাতেই চাপা পড়েন সকলে। রবিবার সকালে জেলাশাসক জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে দশজনের […]
উদ্ধব-পওয়ারের সঙ্গে দেখা করে INDIA জোট নিয়ে আত্মবিশ্বাসী মমতা, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারেও আসবেন
অম্বানিদের বিয়ের আমন্ত্রণে গিয়ে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিকেলে তৃণমূল সুপ্রিমো শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের বাড়ি মাতোশ্রীতে যান ৷ সেখানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠকে আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে উদ্ধব ঠাকরের হয়ে প্রচারের কথাও জানান ৷ এরপর মাতোশ্রী থেকে বেরিয়ে এনসপি প্রধান […]