২০২৪ লোকসভা ভোটে প্রথম দুই দফার ভোটগ্রহণ পর্বে ভোটের হার সংক্রান্ত তথ্য প্রকাশে দেরি হওয়ার পর এক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর দায়ের করা সেই মামলায় সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে স্বস্তি পেল কমিশন। আর্জি ছিল লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে, তার জন্য নির্দেশ যেন সুপ্রিম কোর্ট কমিশনকে দেয়। তবে ওই এনজিও-র তরফে দায়ের করা সেই আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগে, গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি চলেছিল সুপ্রিম কোর্টে। সেখানে বুথ ভিত্তিক ভোটের হারের পরিসংখ্যান ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার আর্জি জানানো হয়েছিল। সেই মামলার শুনানি ছিল বুধবার। তবে আদালত রায় রিজার্ভ রাখে। এরপর ষষ্ঠ দফা ভোট পর্বের আগের দিন নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে এই রায় প্রকাশ করেছে দেশের সুপ্রিম কোর্ট। এর আগে, এই মামলা নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল যে, বুথভিত্তিক তথ্য সম্পূর্ণ রূপে জনমসক্ষে আনা নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে ভালো দিক নয়। একটি হলফনামায় কোর্টে এই তথ্য প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
Related Posts
‘গ্রেফতারিতে ইডি আইন মানেনি’, ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিমকোর্ট
ভুষণ স্টিলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও পিএমএলএ আইনে অভিযুক্ত নীরজ সিংহলকে জামিন দিল সুপ্রিম কোর্টের । গ্রেফতারিতে আইন মানেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মন্তব্য আদালতের। প্রায় ১৬ মাস হাজতে থাকা নীরজের মামলার শীঘ্রই শুনানির সম্ভাবনা না থাকায় জামিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের। আর্থিক দুর্নীতির পাশাপাশি ব্যাংক জালিয়াতির অভিযোগে ৯ জুন ধৃত। সেই গ্রেফতারির […]
মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় মার্কিন মহিলা উদ্ধার করল পুলিশ
স্থানীয় বাসিন্দা এদিন জঙ্গলে গিয়ে ওই মহিলাকে প্রথম দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখতে পায় অসুস্থ মহিলার জলে ভিজে পড়ে রয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ওরোস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গোয়ায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাকে বেশ অনেকদিন ধরেই শিকলবন্দি করে রাখা হয়ছিল তাই তাঁর […]
দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
দেশবাসীকে নবরাত্রি ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দেশের আমার পরিবারের সকল সদস্যকে নবরাত্রির অনেক শুভেচ্ছা। শক্তির আরাধনার এই মহা উৎসব সবার জন্য সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও স্বাস্থ্য বয়ে আনুক এই কামনা করি। জয় মা দেবী!’ তিনি আরেকটি টুইটে লিখেছেন, ‘আজ নবরাত্রির প্রথম দিনে, আমি মা শৈলপুত্রীর চরণে আমার শ্রদ্ধা ও […]