১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার। তাকে প্রথমে বিবস্ত্র করা হয়। এরপর উলঙ্গ অবস্থায় নাচ করতে বাধ্য করে একদল ব্যক্তি। নাচতে নাচতে তাকে হাসতেও জোর করে তারা। কারণ, অভিযুক্তদের সন্দেহ হয়েছিল, ওই দলিত নাবালক তার চুরি করেছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। শনিবার রাতেই ঘটনাটি নজরে পড়ে পুলিশের। পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি অনুষ্ঠানে গিয়েছিল নাবালক। সেখান থেকে কয়েকজন তাকে চেপে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। এরপর বিবস্ত্র করে নাচ করতে বাধ্য করে। দলটির মধ্যে ছয়জন ছিল। উলঙ্গ অবস্থায় নাবালকের নাচের ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে দেয় তারা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেই পদক্ষেপ করে পুলিশ।নাবালকের বাবাকে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় পুলিশ। এরপর ছয়জনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো ধারা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার মধ্যরাতেই অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা ওই অনুষ্ঠানে মিউজিকের দায়িত্ব ছিল। তাদের সন্দেহ হয়েছিল, কোনও একটি যন্ত্র থেকে তার চুরি করেছে ওই নাবালক। এরপরই তাকে অত্যাচার করে ছয়জন মিলে।
Related Posts
অপ্রীতিকর ঘটনা এড়াতে শেষ দফার ভোটের পরেও রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী
শনিবার সপ্তম দফার মধ্যে দিয়ে শেষ হচ্ছে লোকসভা নির্বাচন। তবে ভোটপর্ব মিটলেও রাজ্যে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা। গণনার পরেও দুদিন রাজ্যে রেখে দেওয়া হবে বাহিনীকে, জানানো হয়েছে এমনটাই। মূলত, ভোট পরবর্তী হিংসা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। হিংসার ঘটনা এড়াতে ভোটের […]
ভোটের মুখে আর রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই
ভোটের মুখে আর রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। এই নিয়ে টানা সাত বার অপরিবর্তিত রাখা হল ‘রেপো রেট’ (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক)। অর্থাৎ আগের মতো রেপো রেট থাকছে ৬.৫ শতাংশই। রেপো রেট অপরিবর্তিত রাখার অর্থ ঋণের সুদের হারও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ […]
এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ফের ওম বিড়লা! বিরোধীদের হয়ে মনোনয়ন পেশ করলেন কংগ্রেসের কে সুরেশ
অষ্টাদশ লোকসভার স্পিকার পদের মনোনয়ন পেশ হল আজ, মঙ্গলবার। এনডিএ-র তরফে স্পিকার পদপ্রার্থী হলেন ওম বিড়লা। অষ্টাদশ লোকসভার স্পিকার পদে মনোনয়ন পেশ করার দিন ছিল মঙ্গলবার। বেলা ১২টায় স্পিকার পদে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নির্দিষ্ট করা হয়। সময়ের মধ্যেই এনডিএ-র স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা এদিন সকাল ১১.৩০ নাগাদ মনোনয়ন জমা দেন। বিরোধী জোটের স্পিকার পদপ্রার্থী […]