রাজস্থানের কোটায় ১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার, গ্রেপ্তার ৬

১২ বছরের দলিত নাবালককে চোরসন্দেহে বিবস্ত্র করে নির্মম অত্যাচার। তাকে প্রথমে বিবস্ত্র করা হয়। এরপর উলঙ্গ অবস্থায় নাচ করতে বাধ্য করে একদল ব্যক্তি। নাচতে নাচতে তাকে হাসতেও জোর করে তারা। কারণ, অভিযুক্তদের সন্দেহ হয়েছিল, ওই দলিত নাবালক তার চুরি করেছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নৃশংস ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। শনিবার রাতেই ঘটনাটি নজরে পড়ে পুলিশের। পুলিশ জানিয়েছে, শুক্রবার একটি অনুষ্ঠানে গিয়েছিল নাবালক। সেখান থেকে কয়েকজন তাকে চেপে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে আসে। এরপর বিবস্ত্র করে নাচ করতে বাধ্য করে। দলটির মধ্যে ছয়জন ছিল। উলঙ্গ অবস্থায় নাবালকের নাচের ভিডিও সমাজমাধ্যমেও ছড়িয়ে দেয় তারা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেই পদক্ষেপ করে পুলিশ।নাবালকের বাবাকে অভিযোগ দায়ের করার পরামর্শ দেয় পুলিশ। এরপর ছয়জনের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে পুলিশ। তাদের বিরুদ্ধে পকসো ধারা সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার মধ্যরাতেই অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা ওই অনুষ্ঠানে মিউজিকের দায়িত্ব ছিল। তাদের সন্দেহ হয়েছিল, কোনও একটি যন্ত্র থেকে তার চুরি করেছে ওই নাবালক। এরপরই তাকে অত্যাচার করে ছয়জন মিলে।

error: Content is protected !!