দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশী ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় উত্তাল সমুদ্রে উল্টে যায় বাংলাদেশী ট্রলারটি। বাংলাদেশি ট্রলারের ১২ জন মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। বুধবার রাতে সুন্দরবনের কেঁদো দ্বীপ থেকে আরও দক্ষিণে ভারত-বাংলাদেশের জলসীমানার কাছে উল্টে যায় মৎস্যজীবীদের ট্রলারটি। শনিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায় পৌঁছে দেওয়া হয়। এখনও নিখোঁজ এক মৎস্যজীবী। ১১ সেপ্টেম্বর বাংলাদেশী মৎস্যজীবীদের ট্রলার ‘এমবি কৌশিক’ ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সারারাত গভীর সমুদ্রে মাছ ধরার পর উত্তাল সমুদ্রে বিশাল ঢেউয়ের আঘাতে উল্টে যায় ওই ট্রলারে।
Related Posts
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল আরজেডি
লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করল লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)। শনিবার ইস্তাহার পাঠ করেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ইস্তাহারকে তাঁরা ‘পরিবর্তনপত্র’ বলে উল্লেখ করেছেন। তাতে মোট ২৪টি পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন। তালিকায় সরকারি চাকরি থেকে শুরু করে গ্যাসের দাম হ্রাস- রয়েছে একাধিক আশ্বাস। ইস্তাহার প্রকাশের সময়ে তেজস্বী জানান, তাঁরা ‘পরিবর্তনপত্র’ […]
কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক
কলেরার ওরাল ভ্যাকসিন আনল ভারত বায়োটেক ৷ বর্তমানে ওরাল কলেরা ভ্যাকসিনের বিশ্বব্যাপী চাহিদা বার্ষিক ১০ কোটি ডোজ ছাড়িয়ে গিয়েছে । এই চাহিদার কথা কথা মাথায় রেখেই ভারত বায়োটেকের এই সিদ্ধান্ত নিয়েছে ৷ মঙ্গলবার সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান বাজারে কলেরার ওরাল ভ্যাকসিনের আনার কথা জানান ৷ তিনি এও জানান, ভুবনেশ্বর ও হায়দরাবাদের ইউনিটে বছরে এই HILLCHOL একক-স্ট্রেন […]
উত্তরপ্রদেশের হোস্টেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৮০ পড়ুয়ারা
উত্তরপ্রদেশের দেওরিয়ার মেহরুনা গ্রামের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আশ্রম মেথড ইন্টার কলেজে খাবার খাওয়ার পর পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়ার উপসর্গ নিয়ে প্রায় ৮০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, শিক্ষার্থীরা রাতের খাবার খাওয়ার পর এই ঘটনা ঘটে। রাতের খাওয়া শেষ হওয়ার কিছু পরে শিক্ষার্থীরা বমি করতে শুরু করে। ডায়রিয়া, পেটে ব্যথা, মাথা ঘোরা এবং […]