ভুয়ো মেইল পাঠিয়ে বোমা আতঙ্কের সৃষ্টি করে বিপাকে এক কিশোর ৷ ১৩ বছরের ওই কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে তাঁকে তাঁর বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ ৷ ঘটনার সূত্রপাত সোমবার ৷ একটি মেইল আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে, যার থেকে বোমার আতঙ্ক ছড়ায় ৷ মেইলে বলা হয়, দিল্লি-দুবাইগামী বিমানে বোমা রাখা আছে ৷ মেইল পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের ৷ খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের ৷ যদিও তল্লাশি করে সন্দেহজনক কোনও কিছু উদ্ধার হয়নি বলে খবর ৷ এরপরই তদন্তে জানা যায়, মেইলটি পাঠিয়েছে ১৩ বছরের এক কিশোর ৷ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গপানি জানান, সোমবারের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয় ৷ তারপরই আটক করা হয় ওই কিশোরকে ৷ তিনি আরও বলেন, “তদন্তে জানা যায় শুধুমাত্র মজা করার জন্য মেইলটি পাঠিয়েছিল ওই কিশোর ৷ মেইল পাঠানোর পর নিজের আইডি মুছে ফেলে সে ৷ বিষয়টি নিয়ে ভয়ে পরিবারের লোকজনকেও কিছু বলেনি সে ৷ পরে ট্র্যাক করে জানা যায় মেইলটি উত্তরাঞ্চলের পিতোরাগড় এলাকা থেকে পাঠানো হয়েছে ৷”
Related Posts
ভোটের মধ্যেই বিজেপিতে যোগ দিলেন দলত্যাগী কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি
লোকসভা ভোটের মধ্যে বিজেপিতে যোগদান করলেন দিল্লি কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি অরবিন্দর সিং লাভলি। শনিবার বিকেলে দিল্লিতে বিজেপি হেড কোয়ার্টারে তাঁর গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। উপস্থিত ছিলেন দিল্লির BJP প্রধান বীরেন্দ্র সচদেব এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট না মানতে […]
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের উপর উঠে গেল ট্রাক, মৃত ১১
হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। খেতে নেমেছিলেন অনেকে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত আরও কমপক্ষে ১০ জন। শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উল্টে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। […]
কাসব নয়, হেমন্ত কারকারেকে গুলি করেছিল আরএসএস ঘনিষ্ঠ পুলিশ অফিসার! দাবি মহারাষ্ট্রের কংগ্রসে নেতার
মুম্বইয়ে জঙ্গি হামলায় গুলিতে মৃত্যু হয় মুম্বই পুলিশের আইপিএস অফিসার হেমন্ত কারকারের। তবে এনিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মহারাষ্ট্রের কংগ্রসে নেতা বিজয় ওয়াদেত্তিয়ার। তাঁর দাবি, হেমন্ত কারকারেকে গুলি আজমল কাসব বা কোনও পাক জঙ্গি করেনি। বরং কারকারকে গুলি করে মেরেছে আরএসএস ঘনিষ্ট পুলিশ। লোকসভা নির্বাচনে এবার বিজেপির প্রার্থী হয়েছেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম। মুম্বই হামলা […]