ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় ২০ ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট ২৫ জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার কুকদুর থানা এলাকার বাহপানি গ্রামের কাছে। ঘটনায় মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আহতদেরও ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেমহারা গ্রামের বাইগা আদিবাসী সম্প্রদায়ের লোকজন জঙ্গল থেকে তেঁতুল ও তেঁতুল পাতা নিয়ে ফিরছিলেন। ফেরার সময় তাদের ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে ২০ ফুট গর্তে গিয়ে পড়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন ৭ জন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই, পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Related Posts
মধ্যপ্রদেশে শেহোর জেলায় ক্লাসরুমে ভেঙে পড়ল সিলিং ফ্যান! আহত ১ ছাত্রী, ভাইরাল ভিডিও
মধ্যপ্রদেশের শেহোর জেলায় ক্লাস রুমে ভেঙে পড়ল একটা আস্ত সিলিং ফ্যান৷ ভাইরাল ভিডিওতে এই ভয়ঙ্কর ঘটনাটি ধরা পড়েছে৷ আচমকা ঘটনাটি ঘটার সময় ক্লাসের সকলেই মন দিয়ে ক্লাসের পড়া শুনছিল৷ আচমকা এই দুর্ঘনায় ক্লাসে কিছু ক্ষণের জন্য আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়ে গিয়েছিল৷সূত্রের খবর অনুযায়ী, তৃতীয় শ্রেণীকক্ষে এই ঘটনাটি ঘটে৷ ১ শিশু এই দুর্ঘটনায় অল্প আহতও হয়েছে৷ ফ্যানটি […]
নরেন্দ্র মোদির শপথ গ্রহণে ‘ইন্ডিয়া’ জোট থেকে উপস্থিত কেবল মল্লিকার্জুন খাড়গে
রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদির তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত মল্লিকার্জুন খাড়গে ৷ সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিরোধী শিবিরের একটি সূত্রের দাবি অনুযায়ী, কংগ্রেস সভাপতি দলের বাকি নেতৃত্ব এবং ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ গতকাল রাতে কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতাকে আমন্ত্রণ জানান বিজেপি নেতা প্রহ্লাদ যোশী ৷ তবে, […]
আজ থেকে ভক্তদের জন্য খুলে গেল কেদারনাথ ধামের দরজা
উত্তরাখণ্ডের পবিত্র চারধাম যাত্রার শুক্রবার আনুষ্ঠানিক সূচনা হল। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় শুক্রবার। অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথ ধামের পোর্টালগুলি খোলার মধ্য দিয়ে এই যাত্রার সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ মন্দিরকে প্রায় ৪০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। […]