এবার গোরু পাচারকারী সন্দেহে এক দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে খুনের হত্যার অভিযোগ গোরক্ষকদের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই হরিয়ানা। ফরিদাবাদের এই ছাত্রকে গোরু পাচারকারী সন্দেহে ধাওয়া করে গোরক্ষররা। খুনের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ছাত্রের নাম আরিয়ান মিশ্র। গত ২৩ অগস্ট মধ্যরাতে তিনি তাঁর বন্ধু হর্ষিত এবং শ্যাঙ্কির সঙ্গে একটি গাড়িতে চেপে রেস্তোরাঁয় খেতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন হর্ষিত। চালকের আসনের পাশে বসেছিলেন আরিয়ান। পিছনের আসনে ছিলেন শ্যাঙ্কি এবং আরও দুই মহিলা। পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানায়, আরিয়ানরা গাড়িতে গরু পাচার করছে বলে তাদের সন্দেহ হয়। তারা আরিয়ানদের গাড়ির পিছনে ধাওয়া করে ২৫ কিলোমিটার পর্যন্ত যায়। আরিয়ানার বন্ধু শ্যাঙ্কি পুলিশকে জানান, তিনি পুরনো একটি ঝামেলায় ফেঁসেছিলেন। তিনি ভেবেছিলেন যাদের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল, তারা তাঁদের গাড়ির পিছু নিয়েছে। সেই কারণে তিনি হর্ষিতকে গাড়ি থামাতে দেননি। পুলিশ জানায়, চলন্ত গাড়ি থেকেই আরিয়ানদের গাড়ি লক্ষ্য করে পিছন থেকে গুলি ছোড়ে গোরক্ষকরা। গাড়ির পিছনের কাঁচ ভেঙে আরিয়ানের ঘাড়ে গুলি লাগে। গাড়ি থামার পর হামলাকারীরা ভাবে তাদের উপর পাল্টা আক্রমণ করা হতে পারে। তাই তারা আরও কয়েক রাউন্ড গুলি ফের গুলি চালায়। পরে গোরক্ষককরা বুঝতে পারে আরিয়ান ও তাঁর বন্ধুরা নিছকই পড়ুয়া, গোরু পাচারকারী নন। ততক্ষণে অবশ্য জখম আরিয়ানের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরিয়ানের গোটা ঘটনায় BJP শাসিত হরিয়ানা প্রশাসন ফের প্রশ্নের মুখে। দু’দিন আগেই সেখানে বাংলার এক পরিযায়ী শ্রমিককে গোমাংস ভক্ষণকারী সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেপ্তারও করা হয় অভিযুক্ত গোরক্ষকবাহিনীকে।
Related Posts
মধ্যপ্রদেশে মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু ৯ শিশুর, আহত বহু
মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশে। মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু হল ৯ শিশুর। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। শাহপুরের হরদৌল বাবা মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক এই ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের […]
উত্তরপ্রদেশে জাতীয় সড়কে উদ্ধার মহিলার নগ্ন মুণ্ডহীন দেহ, যোগী রাজ্যে চাঞ্চল্য
উত্তরপ্রদেশে জাতীয় সড়ক থেকে উদ্ধার হলো এক মহিলার নগ্ন, মুণ্ডহীন দেহ। কানপুরের গুজাইনিতে জাতীয় সড়কের উপর বুধবার রাতে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে মহিলাকে ধর্ষণের পরে খুন করা হয়েছে বলে অনুমান। ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও মহিলার পরিচয় জানতে পারেনি যোগী রাজ্যের পুলিশ। এলাকার CCTV ফুটেজ দেখা হচ্ছে। জাতীয় সড়কের অপর প্রান্তে […]
অভিযুক্তকে গ্রেপ্তার করতে ঋষিকেশের AIIMS-এর জরুরি ওয়ার্ডে প্রবেশ করল পুলিশের গাড়ি
একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে পুলিশ সদস্যরা তাদের গাড়ি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করতে মঙ্গলবার AIIMS ঋষিকেশের জরুরি ওয়ার্ডে প্রবেশ করেছে। আসলে, এক মহিলা চিকিৎসক পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, তারপরেই অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করতে চেয়েছিল পুলিশ। এই 26-সেকেন্ডের ক্লিপটিতে, একটি অ্যাকশন মুভির মতো, একটি পুলিশের গাড়িকে ভিড় জরুরী ওয়ার্ডের মধ্য দিয়ে যেতে দেখা যায়, রোগীদের […]