আন্ডারপাসে বৃষ্টির জমা জলে যাত্রী সহ ডুবে গেল একটি চারচাকা। গতকাল, শুক্রবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। মৃত্যু হয়েছে দুই যাত্রীরই। তাঁদের নাম পুণ্যশ্রেয়া শর্মা এবং বিরাজ দ্বিবেদী। জানা গিয়েছে, পুণ্যশ্রেয়া একটি বেসরকরারি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। অন্যদিকে, বিরাজ ওই ব্যাঙ্কেরই ‘ক্যাশিয়ার’ পদে কর্মরত ছিলেন। পুলিস সূত্রে খবর, এদিন বিকেলে পুণ্যশ্রেয়া এবং বিরাজ একটি চারচাকা গাড়িতে করে ওল্ড ফরিদাবাদ রেলের আন্ডারপাসে পৌঁছয়। ভারী বৃষ্টির কারণে আন্ডারপাসটি প্রথম থেকেই জলমগ্ন ছিল। কিন্তু জলের গভীরতা আন্দাজ করতে না পেরে তাঁরা তাঁদের গাড়িটি আন্ডারপাসের দিকে নিয়ে যান। কিন্তু কিছুটা যাওয়ার পরই আচমকা গাড়িটি জলে ডুবে যেতে শুরু করে। এরপর আতঙ্কিত হয়ে তাঁরা কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে সাঁতার কেটে নিরাপদ স্থানে সরে আসার চেষ্টা করেন। কিন্তু জলের পরিমাণ বেশি থাকায় তাঁরা তলিয়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এরপর তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিস সূত্রে খবর, গাড়ি থেকে কিছুটা দূরে পুণ্যশ্রেয়ার দেহটি পাওয়া যায়। অন্যদিকে, দীর্ঘ তল্লাশির পর শনিবার ভোরে বিরাজের দেহটি উদ্ধার করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার থেকেই ভারী বৃষ্টিতে জেরবার দিল্লি এবং তার পার্শ্ববতী এলাকা। গত বৃহস্পতি এবং শুক্রবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এই ভারী বৃষ্টি।
Related Posts
ত্রিপুরায় ভোট প্রচারে আসছেন মোদি-শাহ
ত্রিপুরার ২টো লোকসভা কেন্দ্রের একটাও কোনওভাবেই যাতে হাতছাড়া না হয় সেটা নিশ্চিত করতে আদাজল খেয়ে নেমেছে শাসক বিজেপি জোট। ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের ভোটের আগেই ত্রিপুরায় ছুটে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদির আসার কথা ১৫ এপ্রিল, অমিত শাহ আসবেন ১০-এ। এমনটাই খবর বিজেপি সূত্রের। দুজনেই একজোড়া করে সভা […]
জম্বু-কাশ্মীরে গুলির লড়াই, শহিদ ১ জওয়ান
সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানের মৃত্যু। শনিবার জম্বু কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জওয়ান। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, কুলগাম জেলায় মোদারগাও গ্রামে দুই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা বিভাগ। এরপর সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ একসঙ্গে অভিযান চালায়। জঙ্গিদের […]
এবার বাতিল করা হল বিজ্ঞানের CSIR UGC NET-ও, ফের প্রশ্নের মুখে NTA এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
উজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয় সামনে আসা মাত্রই এবার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষাও বাতিল কর ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ৷ বিজ্ঞান সংক্রান্ত বিষয়গুলিতে গবেষক এবং অধ্যাপক হওয়ার জন্য এই পরীক্ষায় পাশ করতে হয় ছাত্রছাত্রীদের৷ শুক্রবার এনটিএ-এর তরফে জারি করা সার্কুলারে জানানো হয়েছে, আগামী ২৫ জুন এবং ২৭ জুন যে জয়েন্ট সিএসআইআর নেট […]