দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্টে জমা জল ডুবে মৃত ২ আইএএস পরীক্ষার্থী, নিখোঁজ আরও ১

একটানা প্রবল বৃষ্টিতে বিপত্তি দিল্লিতে। আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল জমে যায়। সন্ধেবেলায় প্রথমে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে তারা। এখনও নিখোঁজ বাকি এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পুরনো রাজেন্দ্র নগর এলাকায়। আজ সন্ধে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ওই এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল ঢুকে যায়। সেই সময় উপরের তলায় ক্লাস চলছিল। জানা গিয়েছে, প্রায় তিন ঘণ্টা বেসমেন্টে আটকে ছিলেন তিন পড়ুয়া। এরপর সাড়ে সাতটা নাগাদ পুলিশের কাছে খবর যায়। খবর পেয়েই কোচিং সেন্টারে পৌঁছয় পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পাঁচটি ইঞ্জিন। এলাকায় বিদ্যুৎ ছিল না। টর্চ নিয়ে পড়ুয়াদের খোঁজ শুরু করে উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে দুই ছাত্রীর দেহ উদ্ধার করা গেছে। বাকি একজনের খোঁজ এখনও চলছে। বেসমেন্ট থেকে জল বের করার চেষ্টাও চালাচ্ছে দমকল বাহিনী।

error: Content is protected !!