দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সিআরপিএফ জওয়ানদের পোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টাা জবাব দিতে থাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও৷ তখনই আগে থেকেই জওয়ানদের পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এতেই গুরুতর আহত হন আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও মৃত্যু হয় দুই আহত জওয়ানের৷ আরও দু জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন৷ জানা গিয়েছে, মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি৷ আহত দু জনের নাম ইন্সপেক্টর যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস৷
Related Posts
ওয়েনাডে জাতীয় বিপর্যয় হয়েছে, সংসদে দাবি করলেন রাহুল গান্ধি
ওয়েনাড বিপর্যয় দেখেছে। প্রচুর মানুষের হাহাকার শুনেছে। অনেক জীবন কেড়ে নিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়। সম্প্রতি ওয়েনাড ঘুরে গেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। তারা এসে কথা বলেছিলেন অসহায় মানুষের সঙ্গে। দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। আর এবার ওয়েনাডের এই অবস্থাকে জাতীয় বিপর্যয় বলে কেন্দ্রর কাছে দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদে […]
নিপা ভাইরাসে মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন ৩৫০ জন, ঘুম উড়েছে কেরলের স্বাস্থ্য দফতরের
নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর পর আরও একাধিক জেলায় সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল কেরলের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মৃত কিশোর মালাপ্পুরমের বাসিন্দা ছিলেন। তার সংস্পর্শে এসেছিলেন ছয়জন ভিন্ন জেলার বাসিন্দা। নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে তাঁদের শরীরে। নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মৃত কিশোরের সংস্পর্শে […]
কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে এলোপাথাড়ি গুলি, শহিদ এক জওয়ান, জখম ৪
কাশ্মীর উপত্যকায় বায়ুসেনার কনভয় লক্ষ্যকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। শনিবার কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। সূত্রের খবর, সেই সময়েই জঙ্গিরা আমচকা গুলি বর্ষণ শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। জানা যাচ্ছে, উপত্যকার এই জঙ্গি হানায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হয়েছেন। সূত্রের খবর, তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জওয়ানকেই চিকিৎসার […]